WB Panchayat Election : ফের অগ্নিগর্ভ চোপড়া! বাম- কংগ্রেস জোটের মিছিলে চলল গুলি – left congress alliance march attacked in chopra 3 people are shot who were going to submit nominations ahead of panchayat election


Uttar Dinajpur : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করার শেষ দিনে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা। বৃহস্পতিবার চোপড়াতে বাম- কংগ্রেস জোটের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। আর এই হামলার জেরে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। তাঁরা যে সময় মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় যাওয়ার পথে হামলা হয় বলে অভিযোগ উঠেছে। আর এই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে চোপড়ার কাঠালগুড়িতে। গুলিবিদ্ধ ৩ জনকে আনা হয়েছে ইসলামপুর হাসপাতালে।

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে ফের উত্তেজনা চোপড়ায়, BJP কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ পুলিশের
উল্লেখ্য, আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে গোটা চোপড়া জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। ব্লক অফিসের সামনে চলছে ১৪৪ ধারা। কিন্তু তা সত্ত্বেও এত বড় হামলা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে বামেরা। হামলা করা হয়েছে ব্লক অফিস থেকে কিছুটা দূরে রাস্তায়।

Bengal Panchayat Polls Violence : মনোনয়ন প্রত্যাহারে চাপ? পাড়ুইয়ে CPIM প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
বামেদের অভিযোগ, মনোনয়ন জমা না করতে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এর ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন। তারমধ্যে গুলি লেগে হাসপাতালে ভর্তি ৩ জন ব্যক্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *