Uttar Dinajpur : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করার শেষ দিনে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা। বৃহস্পতিবার চোপড়াতে বাম- কংগ্রেস জোটের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। আর এই হামলার জেরে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। তাঁরা যে সময় মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় যাওয়ার পথে হামলা হয় বলে অভিযোগ উঠেছে। আর এই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে চোপড়ার কাঠালগুড়িতে। গুলিবিদ্ধ ৩ জনকে আনা হয়েছে ইসলামপুর হাসপাতালে।