West Bengal Panchayat Election : মৃত্যু ২, আহত একাধিক! দিনভর বোমাবাজি-হানাহানিতে বিধ্বস্ত ভাঙড় – two persons died for whole day turmoil at bhangar due to panchayat election nomination


কেউ বলছেন, ‘রাজনৈতিক হানাহানিতে খবরের শিরোনামে থাকে ভাঙড়, তবে এ দৃশ্য আগে দেখিনি।’ কেউ বলছেন, ‘সবে তো মনোনয়ন, এখনও গোটা নির্বাচন পর্ব বাকি।’ গোটা দিনের লাঠালাঠি, বোমা বৃষ্টি, গুলি চালনা, মৃত্যু দেখে সিঁটিয়ে গিয়েছে গোটা ভাঙড়বাসী। মনোনয়ন পর্বের মাঝেই এদিন মহম্মদ মহিদ্দিন মোল্লা নামে এক ISF কর্মীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে জানা যায়, রশিদ মোল্লা নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী একাধিক ব্যক্তি আহত হয়ে জেলা ও কলকাতার একাধিক হাসপাতালে ভর্তি রয়েছে।

WB Panchayat Election Nomination: কেষ্টর বিরুদ্ধে অভিযোগ আনা শিবঠাকুরের স্ত্রী তৃণমূল প্রার্থী, মনোনয়ন জমা দুবরাজপুরে
তবে গোটা ভাঙড় জুড়ে এখনও অশান্তির বাতাবরণ বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এদিন সকালে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ISF কর্মীরা তৃণমূলের দ্বারা বাধার সম্মুখীন হন। দুই তরফের গা জোয়ারির কারণে শুরু হয় সংঘর্ষ। ISF প্রার্থীরা ভাঙড় ২ বিডিও অফিস থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পরেই মুহুর্মুহু বোমাবাজি শুরু হয়।

Panchayat Election Nomination: পঞ্চায়েতে প্রার্থী স্ত্রী, প্রচারে প্রশংসায় ভাওয়াইয়া গান বাঁধলেন স্বামী
দুই তরফে খণ্ডযুদ্ধের মাঝেই একাধিক ISF এবং তৃণমূল কর্মীরা আহত হন। চলে গুলি, বোমা। পুলিশের গাড়িতে আক্রমণ করা হয় বলে জানা গিয়েছে। লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস সেল ফাটিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এর পর দ্বিতীয় দফায় ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কাঠালিয়া মোড়ে সংলগ্ন একাধিক জায়গায় পুনরায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়।

West Bengal Panchayat Election : শিক্ষাবন্ধু-গ্রাম সহায়কদের ১৬ জুনও মনোনয়নের সুযোগ, কমিশনকে নির্দেশ আদালতের
স্থানীয় বিজয়গঞ্জ বাজারের অগ্নি সংযোগের অভিযোগ উঠে এসেছে। পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় পুলিশ বাহিনী টহলদারি শুরু করে। ভাঙড় ১ এবং ভাঙড় ২ দুটি ব্লক অফিসের সামনেই তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একাধিক জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধ অবস্থায় জড়ো হয়েছিল বলে জানা যায়। রাত পর্যন্ত একাধিক জায়গায় চাপা উত্তেজনা বজায় ছিল।

West Bengal Panchayat Election : &amp#39;ভয় নেই&amp#39; বলছেন কুণাল, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইলের তোড়জোড় শুভেন্দুর
তবে ভাঙড়-এর ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়েছে প্রত্যেকে রাজনৈতিক দল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অশান্তি নিয়ে বলেন, “যারা বিরোধী আছে নতুন জিতেছে, তারাই প্রথম অশান্তি করেছে..।” তিনি জানান, স্থানীয় বিরোধীরা ভাঙচুর করেছে, মানুষকে বিপথে চালিত করে, সাম্প্রদায়িক স্লোগান দিয়ে সবাইকে জড়ো করে ভাঙচুর, লুঠ, অগ্নিসংযোগ করা হয়েছে। মূলত ISF এর উপরেই দোষ চাপিয়েছেন তিনি।

Panchayat Election 2023: হাতে লাঠি! ভাঙড়ে ‘এগিয়ে চলেছে’ তৃণমূল!

অন্যদিকে, ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি জানান, তাঁকে টার্গেট করেই ওখানে আক্রমণ চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেক্ষেত্রে তাঁর নিরাপত্তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিধায়ক। এমনকি নিরাপত্তার দাবিতে তিনি কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে পারেন বলেও জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *