West Bengal Panchayat Election : হাওড়ায় একাধিক পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী TMC, মনোনয়নে বাধার অভিযোগ বিরোধীদের – trinamool congress won uncontested seat of panchayat election at howrah


পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব মেটার পর একাধিক জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয়ের খবর উঠে আসছে। চোপড়ার একাধিক জায়গায় তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের খবর উঠে এসেছে। এবার হাওড়া জেলা থেকেই উদয় নারায়ণপুর বিধানসভা এলাকার একাধিক পঞ্চায়েতে তৃণমূলের জয়ের খবর উচ্ছ্বসিত কর্মীরা।

WB Panchayat Election 2023: চোপড়ায় বিনা নির্বাচনেই &amp#39;জয়ী&amp#39; তৃণমূল, ২১৭-এর মধ্যে ২১৬ শাসক দলের
হাওড়া জেলার ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের ৩১০২টি আসন। ১৪টি পঞ্চায়েত সমিতির ৪৭০টি আসন এবং ৪২টি জেলা পরিষদের আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে বৃহস্পতিবার। যদিও শুক্রবারও কিছু মনোনয়নপত্র জমা পড়ার কথা। শনিবার মনোনয়নপত্র স্ক্রুটিনির পর মঙ্গলবার বিকেল ৩টে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

Panchayat Election 2023 : ফের প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব! জেলা পরিষদের মনোনয়ন নিয়ে শাসকদলের সভাপতি-চেয়ারম্যানের লড়াই
আর মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী উদয়নারায়ণপুর বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৫টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এল। সূত্রের খবর, উদয়নারায়ণপুর বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েতের ২৭২টি আসনের মধ্যে ২১৪ টি আসনে এবং ৪৮টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ৩৭টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।

Panchayat Election 2023 : বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়ানোর খেসারত? লাগাতার মনোনয়ন প্রত্যাহারের হুমকি, শোরগোল ডোমজুড়ে
পরিসংখ্যান অনুযায়ী বিধানসভার ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে ১৬ টি, সোনাতলা গ্রাম পঞ্চায়েতের ১৫টি , কানুপাট মনসুকা গ্রাম পঞ্চায়েতের ১৩টি , দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ১৬টি এবং বালিচক গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের সবকটিতেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পাশাপাশি এই ৫টি গ্রাম পঞ্চায়েতের ১৫টি পঞ্চায়েত সমিতির আসনের সবকটিতেই তৃণমূল বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছে।

Panchayat Election 2023 : হুগলিতে অতিরিক্ত মনোনয়ন জমা তৃণমূলের! &amp#39;এটাই নব জোয়ারের ঢেউ’ কটাক্ষ BJP-র
অন্যদিকে খিলা, সিংটি ,পাঁচারুল,কুরচী শিবপুর, হরালি,রামপুর,খোশালপুর, আনুলিয়া, বসন্তপুর ,কানপুর এবং হরিশপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক আসনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছেন। বিধানসভার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চাযেত সমিতির এই ফলাফল প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, আমরা প্রথম থেকেই আশঙ্কা করেছিলাম বিরোধীরা প্রার্থী খুজে পাবেনা। আর আমাদের সেই আশঙ্কাটি সত্যি হল। তবে বিধায়কের আক্ষেপ নির্বাচনে প্রতিপক্ষ না থাকলে লড়াই জমে না। বিরোধীরা প্রার্থী না পাওয়ায় মনোনয়ন জমা দিতে পারেনি বলে মত তাঁর।

Panchayat Election 2023: ‘ঘরে বসে প্রার্থী ঠিক করেছেন, জেতানোর দায়িত্ব নিন’

অন্যদিকে, বিজেপির হাওড়া গ্রামীণ জেলার পঞ্চায়েতের কনভেনার রমেশ সাঁধুখার অভিযোগ, ২০১১ বিধানসভার পর থেকেই উদয়নারায়ণপুরে তৃণমূলের লাগাতার সন্ত্রাসের কারণে বিধানসভা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই কারণে সবজায়গায় প্রার্থী দিতে পারা যায়নি। মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলেই তৃণমূল একাধিক জায়গায় জিতছে বলে দাবি তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *