পূর্ব বর্ধমানের এক চায়ের দোকানে অভিনব পোস্টার। লেখা “রাজনীতি আলোচনা করবেন না।” পূর্ব বর্ধমান জেলা দুই নম্বর ব্লক, বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি চায়ের দোকানে এমনই চিত্র দেখা গেল। যেখানে পোস্টারে লেখা রয়েছে কোনও রকম রাজনৈতিক আলোচনা করবেন না, চা দোকানের মালিক ভারতী মন্ডল জানান, ”চা খেতে এসে রাজনৈতিক তরজা শুরু হয়ে যাচ্ছে তা থেকে সংঘর্ষ শুরু হয়ে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশকে আসতে হয় চায়ের দোকানে। রাজনৈতিক তরজা ও গণ্ডগোল দেখে অনেক খদ্দের ফিরে চলে যায়। তাই তো আর চায়ের দোকানে কোনও রাজনৈতিক আলোচনা করা যাবে না বলে পোস্টার লাগানো হয়েছে।”
গত এক সপ্তাহ আগে বর্ধমানের বরশুলে মনোনয়নপত্র জমা দেবার সময় একটি রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল। সেই জায়গা থেকে আরও আতঙ্ক রয়েছে এই এলাকার মানুষজন। এবং প্রতিটি চায়ের দোকানে একটাই আলোচনা শুধু রাজনীতি নিয়ে, তাই চা দোকানের মালিক ভারতী মন্ডল এই পোস্টারে লিখে টাঙিয়ে রেখেছেন তার চায়ের দোকানে। ভারতী দেবীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চায়ের দোকানে আসা উভয় দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ খদ্দেররা।