পঞ্চায়েত ভোট ঘোষিত। পঞ্চায়েত নির্বাচন নিয়েই জোরদার চর্চা বাংলায়। চায়ের আড্ডা থেকে মোড়ের জমায়েত। সমস্ত আলোচনাতেই এখন শুধুই ভোট চর্চা। কথায় বলে বাঙালি মানেই তাঁর ভালোবাসা চা ও রাজনীতি। রাজনৈতিক আলোচনা চায়ের পেয়ালা ছাড়া জমে না, আবার চায়ের কাপে রাজনীতি ছাড়া তুফান ওঠে না। কিন্তু, পঞ্চায়েত ভোটের এই মরশুমে চায়ের আড্ডায় রাজনীতি নিয়ে আপত্তি! রাজনীতির ‘চায়ে পে চর্চা’য় আপত্তি নিয়ে পড়ল পোস্টারও।

West Bengal Panchayat Election 2023 : মনোনয়নের পরেই জমিয়ে আড্ডা! মেদিনীপুরে একফ্রেমে ভিন্ন দলের চার কলেজ প্রাক্তনী

পূর্ব বর্ধমানের এক চায়ের দোকানে অভিনব পোস্টার। লেখা “রাজনীতি আলোচনা করবেন না।” পূর্ব বর্ধমান জেলা দুই নম্বর ব্লক, বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি চায়ের দোকানে এমনই চিত্র দেখা গেল। যেখানে পোস্টারে লেখা রয়েছে কোনও রকম রাজনৈতিক আলোচনা করবেন না, চা দোকানের মালিক ভারতী মন্ডল জানান, ”চা খেতে এসে রাজনৈতিক তরজা শুরু হয়ে যাচ্ছে তা থেকে সংঘর্ষ শুরু হয়ে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশকে আসতে হয় চায়ের দোকানে। রাজনৈতিক তরজা ও গণ্ডগোল দেখে অনেক খদ্দের ফিরে চলে যায়। তাই তো আর চায়ের দোকানে কোনও রাজনৈতিক আলোচনা করা যাবে না বলে পোস্টার লাগানো হয়েছে।”

Trending News In West Bengal: কাঁচা ডিম, লঙ্কা দিয়ে চা! পেয়ালায় স্বাদের বিপ্লব শহরের এক চা দোকানির, চেখে দেখেছেন?

গত এক সপ্তাহ আগে বর্ধমানের বরশুলে মনোনয়নপত্র জমা দেবার সময় একটি রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল। সেই জায়গা থেকে আরও আতঙ্ক রয়েছে এই এলাকার মানুষজন। এবং প্রতিটি চায়ের দোকানে একটাই আলোচনা শুধু রাজনীতি নিয়ে, তাই চা দোকানের মালিক ভারতী মন্ডল এই পোস্টারে লিখে টাঙিয়ে রেখেছেন তার চায়ের দোকানে। ভারতী দেবীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চায়ের দোকানে আসা উভয় দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ খদ্দেররা।

Trending News : চা-গানে ‘জুড়োবে প্রাণের জ্বালা!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version