Panchayat Election 2023: এক ছাদের নীচে বাস, এক হাঁড়িতেই ভাত! পঞ্চায়েত আসতেই যুযুধান দুই দলের প্রার্থী দুই জা – bankura taldangra two sister in law are contesting in panchayat against each other for different party election23


সংসারের যাবতীয় কাজ একসঙ্গে সামলে ভোটের ময়দানে অবতীর্ণ দুই জা। এক ছাদের নীচে, একইসঙ্গে সহাবস্থান। কিন্তু পঞ্চায়েত নির্বাচন আসতেই যুযুধান দুই জা। তারা দুই জন দুই রাজনৈতিক দলের প্রার্থী। ফলে বিশেষ এই দৃশ্যের সাক্ষী থাকল তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের কদমা গ্রাম।

স্থানীয় সূত্রে খবর, তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর কদমা বুথ। এই বুথে মোট ভোটার সংখ্যা ১১১৮ জন। এই বুথেই তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বড় জা পদ্মাবতী পণ্ডা। অন্যদিকে, ছোটো জা সুপ্রিয়া পণ্ডাকে প্রার্থী করেছে বিজেপি। একান্নবর্ত্তী পরিবার আর একই ছাদের নিচে বসবাস দুই জা ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও পারিবারিক জীবনে তার বিন্দুমাত্র ছাপ পড়েনি। একসঙ্গে রান্না-খাওয়া, সংসারের যাবতীয় কাজ সারার পাশাপাশি প্রচারে বেরোনের আগে দু’জনের শুভেচ্ছা বিনিময় করলেন একে অপরকে।

West Bengal Panchayat Election : বড় ভাই BJP, ছোট ভাই তৃণমূলের প্রার্থী! নজরকাড়া লড়াই এবার কৃষ্ণগঞ্জে

বড় জা তৃণমূল প্রার্থী পদ্মাবতী পণ্ডা বলেন, একই বাড়িতে থাকি বলে রাজনৈতিক মতাদর্শ আলাদা হবে না সেটা হতে পারে না। বাড়িতে সুপ্রিয়া আমার ছোটো বোন, কিন্তু ভোটের ময়দানে ও আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী, পাশাপাশি পরিবারের বড় বউ হওয়ার সুবাদে বাড়ির সব কটি ভোট তিনিই পাবেন বলেই বিশ্বাস তাঁর ।

Panchayat Election Nomination: সাংসদ দিলীপ ঘোষের গ্রামেই প্রার্থী খুঁজে পেল না বিজেপি! কটাক্ষের মুখে গেরুয়া শিবির

অন্যদিকে, দুই জা মিলে সংসারের যাবতীয় কাজ সেরে নিজের নিজের সমর্থনে দেওয়াল লিখন আর বাড়ি বাড়ি প্রচার সারেন। তাঁর ফাঁকে ছোটো জা, বিজেপি প্রার্থী সুপ্রিয়া পণ্ডা বলেন, ”রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও নিজেদের মধ্যে কোন বিরোধ নেই, পরিবারে দুই জা মিলেমিশেই থাকি। তবে পরিবারের সদস্যরা কে কাকে ভোট দেবেন তা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত।” তবে বড় জাকে হারিয়ে তিনিই শেষ হাসি হাসবেন বলেই জানিয়েছেন।

Panchayat Election Nomination: ৮৫ বছরে পঞ্চায়েত প্রার্থী, কাঁকসায় বিজেপির যুব সমাজের অনুপ্রেরণা উমারানী

পুরো বিষয়টি বেশ ভালো ভাবেই উপভোগ করছেন গ্রামের মানুষও। গ্রামবাসী অবনী পণ্ডা বলেন, ”দুই জা দুই দলের প্রার্থী হলেও তাদের মধ্যে কোন বিরোধ কোন দিন দেখিনি। এক ছাদের তলায় বাস, একই হাঁড়ির ভাত খান দু’জনে।” তবে এই পুরো বিষয়টি নিয়ে আলাদা করে চাঞ্চল্য ছড়িয়েছে এই গ্রামে। তবে এই মুহূর্তে কদমা গ্রামের মানুষ তাকিয়ে ভোটের ফলাফলের দিকে, তৃণমূল প্রার্থী বড় জা, নাকি বিজেপি প্রার্থী ছোটো জা, কোন জায়ের মাথায় উঠবে জয়ের মুকুট? আর এসবের উত্তর পেতে অপেক্ষা করতেই হবে আগামী ১১ জুলাই পর্যন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *