Rath Yatra 2023 : রশি নয়, রথ চলছে অ্যাপে! শিলিগুড়িতে নজরকাড়া আবিষ্কার শিক্ষকের – siliguri person make a digital electric rath on the occasion of rath yatra 2023


ডিজিটাল ইন্ডিয়ায় জোর দিচ্ছে সরকার। সমস্ত ক্ষেত্রেই ডিজিলাইজেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই ধারা থেকে বাদ গেল না রথযাত্রাও। এবার ডিজিটাল তথা ইলেক্ট্রিক রথ দেখা গেল শিলিগুড়িতে। সেই রথের না আছে রশি, না আছে রশি ধরে টানার হুড়োহুড়ি। শুধু হাতে আছে মোবাইল। আর সেই মোবাইলের মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে রথ। অভিনব এই রথের আবিষ্কর্তা অভিজিৎ সাহা।

Mamata Banerjee Iskon Rath Yatra : আসছে বছর দিঘায় রথযাত্রা, ইঙ্গিত মমতার
শিলিগুড়ির সুকান্তনগরের বাসিন্দা অভিজিৎ সাহা, পেশায় একজন শিক্ষক। ছোটবেলা থেকেই পড়াশোনা রোবোটিক্স নিয়ে। এছাড়াও এই সংক্রান্ত কোর্সও করেছেন তিনি। আর এবার সেই পড়াশোনা ও অধ্যাবসায়ের ওপর ভর করেই বানিয়ে ফেললেন আস্ত একখানা ডিজিটাল রথ। রথের দিনে অভিজিতবাবুর এই আবিষ্কার নজর কাড়ল সাধারণ মানুষের। বিশেষ এই রথ দেখে বেজায় খুশি খুদেরাও। অভিজিত সাহা নিজের চেষ্টাতেই বানিয়েছেন এই রথ, যা মোবাইলে একটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।

Rath Yatra 2023 : মণিপুরে হিংসার জের! বাতিল রথযাত্রা উৎসব
এদিন শিলিগুড়ির ইসকন মন্দিরে নিজের তৈরি এই রথ নিয়ে পৌঁছে যান অভিজিত সাহা। প্রথমবারের জন্য সেই রথ দেখে খুব স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান উপস্থিত মানুষজন। কীভাবে সেই রথ চলছে তা নিয়েও বিস্তর প্রশ্ন দেখা দেয় মানুষের মনে। এদিকে অনেকে আবার সেই রথ ছুঁয়েই প্রণাম করতে শুরু করেন। কেউ কেউ আবার সেই রথে টাকাও দেন। যদিও অভিজিতবাবু জানাচ্ছেন, শুধুমাত্র প্রযুক্তিকে সকলের সামনে তুলে ধরার জন্যই এই রথটি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি রোবোটিক্স নিয়ে পড়াশোনা করেছি, কোর্সও করেছি। অনেকেই এমনভাবে বেশকিছু গাড়ি বানিয়েছেন। তবে রথ বানাননি। আমি সেই চেষ্টা করেছি। এদিন ইসকন মন্দিরে বেশ কয়েকজন সেই রথের সঙ্গে ছবিও তোলেন। সঙ্গে দেখেন কীভাবে চলছে রথ।’

Rath Yatra 2023 : রথের রশিতে টান দিতে লাখ লাখ পুণ্যার্থী সমাগম, ভিড়ে রাশ টানতে মহিষাদলে ‘গাইড ম্যাপ’ পুলিশের
অন্যদিকে এদিন দুপুরে শিলিগুড়ির ইসকন মন্দির থেকেও শুরু হয় রথযাত্রা। প্রতিবারের মতো এবারও কয়েক হাজার মানুষ ইসকনের রথ টানার জন্য ভিড় জমান। এদিন সেখান থেকে রথ বেরিয়ে শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বছর ডাবগ্রাম সূর্যনগর ময়দানে জগন্নাথদেবর মাসির বাড়ি বানান হয়েছে। সেখানে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেলও। সেখানেই থাকবেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা। এছাড়া রথয়াত্রা উপলক্ষে সেখানে মেলার আয়োজনও করা হয়েছে ইসকনের পক্ষ থেকে। এদিন রথযাত্রার উদ্বোধনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র, পুলিশ কমিশনার ও মহকুমাশাসক-সহ বিশিষ্ট মানুষেরা। এককথায় রথযাত্রা উপলক্ষে মাতোয়ারা গোটা শিলিগুড়ি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *