লাস্যময়ী সানির প্রিয় ফুটবলার কে? নাম শুনলে চমকে যাবেন/ Sunny Leone win hearts as she picks Sunil Chhetri as her favourite footballer


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? সানি লিওনির (Sunny Leone) পছন্দের ফুটবলার কে? ইনস্টাগ্রামে এমনই প্রশ্ন করা হয়েছিল বলিউডের (Bollywood) লাস্যময়ী অভিনেত্রীকে। তবে ‘এলএম টেন’ (LM 10) কিংবা ‘সিআর সেভেন’-এর (CR 7) নাম না নিয়ে এমন একজনের নাম নিলেন যার নাম শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। 

সানির সহজ সরল উত্তর, ‘আমাদের সুনীল ছেত্রী কেমন!’ অভিনেত্রী সহজে বুঝিয়ে দিলেন তাঁর পছন্দের ফুটবলার দেশের অধিনায়কই। আর্জেন্টাইন লিও মেসি বা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, সানির পছন্দের ফুটবলার সুনীল ছেত্রী। যিনি সানির মতো বহু মানুষের পছন্দের ফুটবলার। সানি লিওনি খুবই জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন। সুনীল ছেত্রীকে নিয়ে সানির ইনস্টা স্টোরি নিমেষেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Happy Birthday Lionel Messi: ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিয়ে ৩৬-এ পা মেসির

আরও পড়ুন: EXCLUSIVE, Yashasvi Jaiswal: আগ্রাসী মেজাজে তিন নম্বরে পারফর্ম করে আলাদা বার্তা দিতে মরিয়া ‘খারুস’ যশস্বী

এদিকে ৩৮ বছরেও দারুণ ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর। গোল করছেন নিয়ম করে। ইন্টারকন্টিনেটল কাপ জেতার পর, পাকিস্তানের বিরুদ্ধে চলতি সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। ফলে সুনীলের আন্তর্জাতিক গোলসংখ্যা হল ৯০। চতুর্থ স্থানে এখন তিনি। ভারত অধিনায়কের আগে রয়েছেন রোনাল্ডো, আলি দায়ি এবং লিও মেসি। ১৩৮টি আন্তর্জাতিক ম্যাচে সুনীল ৯০টি গোল করে ইতিমধ্যেই টপকে গিয়েছেন মালয়েশিয়ার মোখতার দাহারিকে। ১৪২টি ম্যাচে দাহারির গোলসংখ্যা ৮৯।

ভারতীয় ফুটবলের পতাকাবাহক সুনীল। একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন দেশের ফুটবলকে। ফুটবলের প্রতি দায়বদ্ধতা, স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্যই সানির খুব পছন্দের ফুটবলার সুনীল ছেত্রী। সানি লিওনির উত্তর শুনে অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কুর্নিশ না জানিয়ে পারেননি। এক ভক্ত লিখেছেন, সানি লিওনির এই উত্তর আমাদের হৃদয় জিতে নিয়েছে। সব সময়ে ভারতীয় ফুটবলারদের সাপোর্ট করেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *