Kolkata Traffic Police : বিনা হেলমেটে পুলিশকর্মী, জরিমানা শিপিং অফিসারকে – kolkata police officer breaks traffic rules but shipping corporation of india top official fined


এই সময়: একেই বলে ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’। বিনা হেলমেটে বাইক চালিয়ে ট্র্যাফিক আইন ভেঙেছেন কলকাতা পুলিশের এক কর্মী। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ তার সবথেকে বড় প্রমাণ। কিন্তু সেই ঘটনায় জরিমানা করা হয়েছে এমন একজনকে, যিনি বাইক নিয়ে কোনও দিন পাড়ার বাইরে বেরোননি। অফিস যাতায়াত করেন প্রাইভেট কারে।

Traffic Challan : 40-র উপর বাইকের স্পিড? সাবধান, সোজা ঘরে পৌঁছবে চালান
যাদবপুরের সার্ভে পার্ক এলাকার বাসিন্দা পেশায় শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিক কল্লোল গোলদার জানাচ্ছেন, কয়েক দিন আগে তাঁর মোবাইলে একটি মেসেজ ঢোকে। সেটা দেখেই তিনি চমকে ওঠেন। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে পাঠানো ওই মোবাইল মেসেজে তাঁকে জানানো হয়, গত ২২ জুন পার্ক স্ট্রিট মোড়ের কাছ জওহরলাল নেহরু রোডের উপর তাঁকে বিনা হেলমেটে বাইক চালাতে দেখা গিয়েছে। এটা করে তিনি ট্র্যাফিক আইন লঙ্ঘন করেছেন। তার জন্য তাঁকে সাত দিনের মধ্যে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Viral Video: চলন্ত বাইকে চুটিয়ে রোম্যান্সে মত্ত প্রেমিক-প্রেমিকা! ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে যুগল
কল্লোল বলেন, ‘প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে মেসেজ করতে গিয়ে হয়তো ভুল করে আমাকে পাঠানো হয়েছে। পরে বাইকের নম্বর চেক করে দেখলাম মেসেজটা আমাকেই পাঠানো হয়েছে। আমি পাড়ার বাইরে কখনও বাইক নিয়ে বেরোয় না। আমার নিজের গাড়িতে অফিস যাতায়াত করি।’ পরে কলকাতা পুলিশের পাঠানো লিঙ্ক সার্চ করতে গিয়ে দেখা যায়, যে বাইকটিকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার পিছনে কেপি (কলকাতা পুলিশ) লেখা রয়েছে। কল্লোলের সাফ কথা, ‘জরিমানা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আমি কোনও ট্র্যাফিক আইন লঙ্ঘন করিনি। দরকার হলে আদালতে যাব।’

Food Delivery Kolkata : সময় মাপার ইঁদুর দৌড়ে হাঁসফাঁস ডেলিভারি বয়রা
কলকাতা ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন, সিসিটিভি ফুটেজ দেখে ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায়ের ব্যবস্থা চালু হওয়ার পর থেকে মাঝে মধ্যেই এই ধরনের অভিযোগ আসছে। বাইক, অটো, ট্যাক্সি – কেউ এর হাত থেকে নিস্তার পাচ্ছে না। যে অটো দক্ষিণ কলকাতায় চলে, তার ফাইন নেওয়া হচ্ছে উত্তর কলকাতার রাস্তায়। অথচ, সেটা অটোর রুটই নয়। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বলবিন্দর সিং পেশি বলেন, ‘পুলিশের ভুল ধরতে গেলে আরও চারটে পুরোনো কেসের টাকা আদায় করে ছাড়বে। সে জন্য ট্যাক্সি চালকরা এসব নিয়ে প্রতিবাদ করতে ভয় পায়।’

Kolkata Airport : কলকাতা বিমানবন্দরে যত্রতত্র থুতু ফেললে বড় বিপদ! গুনতে হবে ৩০০ টাকা জরিমানা
কীভাবে এমনটা হল? মানুষের ভুল নাকি প্রযুক্তিগত ত্রুটির জন্য এমনটা হয়েছে? কলকাতা ট্র্যাফিক পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘গাড়ির নম্বর এন্ট্রি করার সময় ভুলবশত অনেক ক্ষেত্রে সংখ্যা বদলে গিয়ে থাকতে পারে। তবে অভিযোগ পেলে আমরা সেটা খতিয়ে দেখি এবং আমাদের তরফে কোনও ভুল থাকলে সেটা সংশোধন করে নেওয়া হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *