অভিযোগ, ঝামেলা চলার সময়ে খইরুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বামেদের দাবি, শাসকদলের ঘনিষ্ঠ একজন গুলিটি চালিয়েছেন। জখম অবস্থায় তাঁকে প্রথমে বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন খইরুল।
তৃণমূলের পক্ষ থেকে ঘটনাটি অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়। পারিবারিক সমস্যাতেই বিবাদের সূত্রপাত। অভিযুক্ত যুবকের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে জোড়াফুল শিবিরের বক্তব্য। জখম খইরুলের পরিজন আতঙ্কিত। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে নোদাখালি থানা।