Panchayat Election 2023 : প্রচারের সময়ে গুলি, জখম বাম সমর্থক – shoot during the campaign time left front worker injured election 23


এই সময়: গুলিবিদ্ধ হলেন এক বাম কর্মী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের সাতগাছিয়া বিধানসভার গজপোয়ালী গ্রামে। বামেদের অভিযোগ, ওই রাতে তৃণমূলের তরফে বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার করা হচ্ছিল। সেই সময়ে বাম কর্মী খইরুল শেখকে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলা হয়। এ নিয়েই বচসার সূত্রপাত।
Panchayat Election Violence: ফের সন্ত্রাসের রণক্ষেত্র ডোমকল, গুলিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী
অভিযোগ, ঝামেলা চলার সময়ে খইরুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বামেদের দাবি, শাসকদলের ঘনিষ্ঠ একজন গুলিটি চালিয়েছেন। জখম অবস্থায় তাঁকে প্রথমে বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন খইরুল।

Panchayat Election 2023 : হাসনাবাদে তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে CPIM কর্মীদের মারধর! জখম ৩
তৃণমূলের পক্ষ থেকে ঘটনাটি অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়। পারিবারিক সমস্যাতেই বিবাদের সূত্রপাত। অভিযুক্ত যুবকের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে জোড়াফুল শিবিরের বক্তব্য। জখম খইরুলের পরিজন আতঙ্কিত। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে নোদাখালি থানা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *