Panchayat Election 2023 : নির্বাচনের পরেও কোচবিহারে বাহিনী? রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে যা বললেন নিশীথ… – bjp leader nisith pramanik gone to meet governor c v ananda bose and commented about central force in cooch behar


উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্তমানে কোচবিহারে রয়েছেন তিনি। অন্যদিক পঞ্চায়েত নির্বাচনের আবহে একের পর এক অশান্তির ঘটনা ঘটছে কোচবিহারে। এই পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সঙ্গে ছিলেন দলের বেশকয়েকজন বিধায়কও।

Coochbehar Panchayat Election : মমতার সভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কোচবিহারে গুলি, নিহত তৃণমূল কর্মী
শনিবার সার্কিট হাউসে ঢোকার সময় নিশীথ প্রামাণিক বলেন, ‘গোটা উত্তরবঙ্গজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, সেই বিষয়ে কথা বলব। একইসঙ্গে নির্বাচন প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে, সেই বিষয়েও কথা বলব।’ নির্বাচনের পরে অন্তত পক্ষে একমাসের জন্য কোচবিহারে কেন্দ্রীয় বাহিনী রাখা প্রয়োজন বলেও মনে করেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ‘যে রকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতার যে রকম ইচ্ছাকৃতভাবে এখানকার পরিবেশকে অশান্ত করে তুলেছে, নিশ্চিতভাবে বলব কোচবিহারে পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিস্থিতির জন্য নির্বাচনের পরে অন্তত একমাস কেন্দ্রীয় বাহিনী রাখা প্রয়োজন।’

West Bengal Panchayat Election : দিনহাটায় ভোররাতে গুলিতে নিহত TMC কর্মী, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের
প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে কোচবিহার। ঘটেছে রক্তপাত। এমনকী খুনও। কিছুদিন আগে দিনহাটার শিমুলতলা এলাকায় বিজেপির মণ্ডল সম্পাদক খুন হয়েছেন। এরপর দিনহাটা ২ নম্বর ব্লকের টিয়াদহ গ্রামে বিজেপি প্রার্থীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় পাটক্ষেত থেকে। পরবর্তীতে দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জারিধরলা গ্রামে তৃনমুল-বিজেপির মধ্যে চলে গুলির লড়াই। মৃত্যু হয় এক তৃনমূল কর্মীর। আহত হন আরও অনেকেই৷ প্রায় প্রতি রাতেই সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনহাটার বিভিন্ন এলাকায়। শীতলকুচিতেও তৃনমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় রাজ্যের শাসকদল তৃনমূল ও বিরোধী বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করেছে।

Udayan Guha : ‘বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে হামলা করেছে…’, দিনহাটা কাণ্ডে বিস্ফোরক উদয়ন
এই পরিস্থিতিতে শুক্রবার রাতে কোচবিহারে পা রাখেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সার্কিট হাউজে রাত্রিবাস করেন তিনি। এরপর শনিবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সঙ্গে দেখা যায় বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক মালতি রাভা, বিধায়ক সুশীল বর্মন, বিধায়ক বরেনচন্দ্র বর্মন ও বিধায়ক মিহির গোস্বামীকে।

Nishith Pramanik : কনভয়ে হামলার জের! এবার Z+ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন নিশীথ প্রামাণিক
অন্যদিকে এদিন কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে বহু বাম ও কংগ্রেসের প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে হাজির হয়েছেন রাজ্যপালের কাছে। তাঁদের অভিযোগ, শাসক দল তৃণমূল ভোটের প্রচারে করতে বাধা দিচ্ছে। ভয় দেখাচ্ছে। এআইসিসি সদস্যা পিয়া রায় চৌধুরী বলেন, কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় যে ধরনের সন্ত্রাস তৃণমূল চালাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে তাঁরা রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *