আধার কার্ড সংশোধনের জন্য আঙুলের ছাপ দিচ্ছেন যেখানে-সেখানে? সাবধানবাণী শোনাল সিআইডি


Cyber Crime in Kolkata : আধার কার্ড সংশোধন করতে গিয়েছেন পাড়ার সাইবার কাফে বা সংশ্লিষ্ট কেন্দ্রে। আধার কার্ডের জন্য কোনও তথ্য আপলোড বা সংশোধন বা প্যান কার্ড বা রেশন কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ, যে কোনও কাজের জন্য হাজার হাজার গ্রাহকরা প্রতিদিন এই সমস্ত কেন্দ্রে যাচ্ছেন। তথ্য আপলোডের জন্য আপনার আঙুলের ছাপ দিতে হচ্ছে সেখানে। কিন্তু সেটা কতোটা নিরাপদ?

kolkata News : এবার পুলিশকর্মীদেরও ডিজিটাল হাজিরা! ২ থানায় চালু রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড
জন সাধারণকে এই বিষয়টি নিয়ে সচেতন করতে এবং আঙুলের ছাপকে কাজে লাগিয়ে কোনও প্রতারণার হাত থেকে নাগরিকদের সতর্ক করতে বেশ কিছু নির্দেশিকা দিল সিআইডি। জন সাধারণের আঙুলের ছাপ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা যে কোনও অপরাধ সংগঠিত করতে পারেন। প্রতারণার ফাঁদে ফেলে দিতে পারেন চরম বিপদে।

Kolkata Traffic Update : কোথায় মিছিল-মিটিং, কোন পথে কম যানজট? এক নজরে শহরের ট্রাফিক আপডেট
সেই কারণেই, বিষয়টি নিয়ে সচেতন হওয়া এবং সতর্ক থাকার ব্যাপারে নির্দেশ দিয়েছে সিআইডি। তাঁদের তরফে জানানো হয়েছে, আধার তালিকাভুক্তি বা সংশোধন সংক্রান্ত কাজের সময় সংগ্রহ করা হয় নাগরিকের আঙুলের ছাপ।
এই আঙুলের ছাপকে চুরি করে বড় সাইবার অপরাধ ঘটানোর সম্ভাবনা রয়েছে। আঙুলের ছাপ বা বায়োমেট্রিক তথ্য থাকলে বিশেষ কিছু ক্ষেত্রে একাধিক নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়া সম্ভব। এই বিষয়টিকেই সাইবার অপরাধীরা অপব্যবহার করতে পারে। আঙুলের ছাপকে কাজে লাগিয়ে আর্থিক লেনদেন থেকে শুরু করে আরও একাধিক অপরাধ ঘটানো যেতে পারে।

Kolkata Police : নিরাপত্তারক্ষীকে ‘র‍্যাগিং’! কলকাতার ঘটনায় আবাসনের ৪ কীর্তিমান
সিআইডির তরফে জানানো হয়েছে, https://uidai.gov.in ওয়েবসাইট বা mAadhaar মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারী তাদের আধার কার্ড সংক্রান্ত তথ্য লক করতে পারেন। সেক্ষেত্রে আধার অনুমোদিত আর্থিক লেনদেনের সময় বায়োমেট্রিক তথ্যের ব্যবহার বন্ধ করা যেতে পারে। এমনকি বায়োমেট্রিক প্রমাণীকরণের প্রয়োজন হলে পরবর্তীকালে করা যেতে পারে।

Trending News : অদ্ভুত সাইকেল! তাক লাগাচ্ছেন সজল

তবে এসব কিছু পেরিয়েও জন সাধারণ প্রতারণার ফাঁদে পড়তে পারেন প্রতারকদের কৌশলের কারণে। সেক্ষেত্রে বিষয়টি তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানানোর আবেদন জানিয়েছেন তাঁরা। সাইবার অপরাধ নথিভুক্ত করতে লগ অন করুন www.cybercrime.gov.in – এ অথবা আরও জানতে কল করুন ১৯৩০ নম্বরে। পাশাপাশি, বিষয়টি স্থানীয় থানায় জানানোর সুযোগ রয়েছে। তবে আধার সংক্রান্ত তথ্য আদান-প্রদান বা কোনও জায়গায় এই তথ্য দেওয়ার আগে সাধারণকে যথেষ্ট সজাগ থাকতে হবে বলেই জানানো হয়েছে সিআইডির তরফে। সতর্কতা অবলম্বন করলেই বিপদ অনেকটা এড়িয়ে যাওয়া যাবে বলে জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *