Train Cancelled In South Eastern Railway : আদিবাসীদের ডাকে ঝাড়খণ্ড বনধ, ব্যাপক প্রভাব দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচলে – adivasi organisation called for strike in jharkhand which disrupted train service in south eastern railway


আজ ঝড়খণ্ড বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন অলচিকি হুলবাসী। আই সেই বনধের ব্যাপক প্রভাব পড়ল দক্ষিণ পূর্ব শাখার খড়গপুর ডিভিশনে। একাধিক ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হল দক্ষিণ-পূর্ব রেলের তরফে। যার জেরে সপ্তাহের কাজের দিনে ব্যাপক হয়রানির শিকার নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীরা লাইন থেকে না সরলে হয়রানি আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Sealdah South Division Train : শিয়ালদহ দক্ষিণে ব্যাহত ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা
একগুচ্ছ দাবিতে মঙ্গলবার সকাল থেকেই ঝাড়খন্ডে বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন অলচিকি হুলবাসী। বনধের অংশ হিসেবে ঝাড়খণ্ডের চিরুগুডা স্টেশনে সকাল প্রায় ৯টা নাগাদ আপ এবং ডাউন লাইনের ওপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন বনধ সমর্থনকারীরা। এর জেরে ঘাটশিলা ধলভূমগড়-সহ ঝাড়খণ্ডের একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বেশকিছু ট্রেন। আর শুধু তাই নয়, বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটা সেকশনের আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

Rail Accident : মালগাড়ির চাকা থেকে বেরোচ্ছে ধোঁয়া! রেল চলাচল ব্যাহত খড়গপুর-ভদ্রক শাখায়
এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানান, সকাল ৮টা ৫০ নাগাদ বনধ সমর্থকেরা চুরুগুডা স্টেশনের রেল ট্র্যাকের ওপরে বসে পড়েন। যার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। বনধ সমর্থকদের লাইন থেকে দ্রুত সরানোর চেষ্টা করা হচ্ছে। যদি তাঁরা দ্রুত লাইন খালি না করেন তাহলে এই বিভাগের ট্রেন চলাচল আরও ব্যাহত হতে পারে।

Balasore Train Accident : বালেশ্বর ট্রেন দুর্ঘটনার জের, পদ খোয়ালেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার
প্রসঙ্গত, আন্দোলনের জেরে এর আগেও ব্যাহত হয়েছে দক্ষিণপূর্ব শাখার রেল চলাচল। গত এপ্রিল মাসে তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে রেল রোকো আন্দোলনে নামে আদিবাসী কুড়মি সমাজ। সেবার পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে শুরু হয় অবরোধ। বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে আন্দোলনে নামে কুড়মি সমাজ। কুড়মিদের অভিযোগ ছিল, বারংবার রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে না। আর তার জেরেই বাধ্য হয়ে তাদের আন্দোলন। আর কুড়মিদের এই আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব শাখার রেল চলাচল। হয়রানির শিকার হতে হয় কয়েক হাজার যাত্রীকে।

Coromandel Express Accident Reason : কী ভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস? রেলের রিপোর্টে স্পষ্ট কারণ
এরপর গত মাসে ভয়ঙ্কর দুর্ঘটনায় মধ্যে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। সেই দুর্ঘটনার জেরেও এই শাখার ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে স্বাভাবিক করা হয় ট্রেন চলাচল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *