Arambagh Medical College : শিশু চিকিৎসায় নয়া দিগন্ত আরামবাগ মেডিক্যাল কলেজে, চালু বিশেষ বিভাগ – a special department for treating children has been opened at arambagh medical college and hospital


হুগলি জেলার আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল নতুন বিভাগ। আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জন্মগত ত্রুটিজনিত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ বিভাগ চালু হল মঙ্গলবার। সুপার স্পেশালিটি ভবনে এমএসভিপি ইন্দিরা দত্ত ডিস্ট্রিক আর্লি ইন্টারভেনশন সেন্টারের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন হাসপাতালের একাধিক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী।

Bratya Basu : অসহ্য যন্ত্রণা! দলীয় প্রচারে যাওয়ার পথে হঠাতই মালদা মেডিক্যালে শিক্ষামন্ত্রী ব্রাত্য
জানা গিয়েছে, এই বিভাগে জন্মগত সমস্যা সংক্রান্ত শিশুদের ফিজিওথেরাপি, অফথেমোলজি, অডিওলোজি, সাইকোলজি ও ডেন্টাল সমস্যার চিকিৎসা হবে। শিশুদের এইসব সমস্যার চিকিৎসার জন্য এতদিন মহকুমা ও জেলার বাসিন্দাদের কলকাতায় যেতে হতো। সেই সমস্যার নিরসন করা হল। এবার জেলার হাসপাতালেই মিলবে এই চিকিৎসা পরিষেবা

Doctors’ Day 2023 : স্বাস্থ্যসাথী সহায়, মহিলার পেট থেকে বেরল ১৫ কেজির টিউমার! চিকিৎসকের কৃতিত্বে শোরগোল
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুপার স্পেশালিটি বিভাগের প্রথম তলায় প্রাথমিকভাবে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পরবর্তীতে হাসপাতার সংলগ্ন নির্মীয়মান নতুন ভবনে এই বিভাগটি স্থানান্তর করা হবে। আরামবাগ মেডিক্যাল কলেজের এমএসভিপি ইন্দিরা দত্ত বলেন, ‘হুগলি জেলার মধ্যে প্রথম এখানে ডিইআইসি চালু হল। আধুনিক চিকিৎসার সবসরকম সুবিধা পাওয়া যাবে। ব্যায়বহুল এই চিকিৎসার জন্য কলকাতা বা ভিন রাজ্যে যেতে হবে না।’

Government Hospital : ভোটের দিন রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে খোলা থাকবে আউটডোর-জরুরি বিভাগ, সিদ্ধান্ত
চিকিৎসকরা জানিয়েছেন, উন্নতমানের এই চিকিৎসা পরিষেবা রোগ নিরাময়ের ক্ষেত্রে বড়সড় ভূমিকা নেবে। আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে ছেলেকে নিয়ে চিকিৎসা করাতে আসা এক গৃহবধূ বলেন, ‘শিশুদের চিকিৎসার ক্ষেত্রে আর এক ধাপ এগিয়ে গেল এই মেডিক্যাল কলেজ।’

Calcutta Medical College : রং ব্যবহার করে জটিল অস্ত্রোপচার! সবাইকে চমকে দিল মেডিক্যাল কলেজ হাসপাতাল
জন্মগত ত্রুটিজনিত শিশুদের চিকিৎসা এখানেই দ্রুত শুরু হলে অনেক শিশুই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।কেননা সদ্যজাত অবস্থায় চিকিৎসা শুরু হলে তার জটিল সমস্যার সমাধান অনেকটাই সম্ভব। সবমিলিয়ে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন বিভাগ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।

CGHS Hospital List : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, দিল্লি এইমসে চিকিৎসা এবার ক্যাশলেসে
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের ছয়টি নতুন মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আরও পাঁচটি মেডিক্যাল কলেজের সঙ্গে হুগলি জেলার আরামবাগের প্রথম মেডিক্যাল কলেজের উদ্বোধন করা হয়। আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজে গভর্নমেন্ট এন্ড হাসপাতাল ১০০ আসন নিয়ে কাজ শুরু হয়। নভেম্বর মাসেই সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিলের ছাড়পত্র মেলে।

Government Diagnostic Centre : সরকারি ডায়াগনোস্টিক সেন্টারের জন্য ই-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য দফতরের
উল্লেখ্য, হুগলি জেলায় প্রথমে তারকেশ্বরে এই মেডিক্যাল কলেজ হওয়ার কথা ছিল। তবে উপযুক্ত জমি না পাওয়ায় আরামবাগে মেডিক্যাল কলেজ করার পরিকল্পনা নেওয়া হয়। তৎকালীন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর উদ্যোগে আরামবাগে শুরু হয় দ্রুত জমি খোঁজা। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীর তত্ত্বাবধানে পাওয়া যায় জমি। ২০২২ সালে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *