Sovan Ratna : ‘পড়ন্ত যৌবনে বান্ধবী খোঁজা…’! শোভনকে নিয়ে ছেলের বিস্ফোরক পোস্ট, মুখ খুললেন রত্না – sovan chatterjee son rishi chatterjee attacks him in a whatsapp post ratna chatterjee opens up about it


গত শনিবার বিবাহবিচ্ছেদ মামলার কারণে আলিপুর আদালত চত্বরে হাজির হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী তথা তৃণমূল বিধায়ক রত্না। শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী রত্না চট্টোপাধ্যায়ও। সেই সময় শোভন এবং রত্নার মধ্যে কার্যত উতপ্ত বাক্য বিনিময় হয়। শেষমেশ এই ঝগড়া সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল তাঁদের আইনজীবীদের।

এবার এই ঘটনার পর তিন দিন ঘুরতে না ঘুরতেই নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে শোভন চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তাঁর ছেলে ঋষি চট্টোপাধ্যায়। সেখানে তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন কলকাতার প্রাক্তন মেয়রকে।

Sovan-Ratna Controversy : শোভনকে ‘থাপ্পড় মারব’ বলে অনুতপ্ত রত্না? স্ট্রেট ব্যাটে জবাব বেহালা পূর্বের বিধায়কের
ঠিক কী লিখেছেন ঋষি?
তিনি লিখেছেন, “সকলের সামনে কী ভাবে একজন মহিলার সঙ্গে ব্যবহার করতে হয় তাও জানে না!” তিনি আরও লিখেছেন, “নিজের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগের বিরুদ্ধে লড়াই করছেন তিনি এবং নিজের ও পরিবারকে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন।”

শোভন চট্টোপাধ্যায়কে সরাসরি তোপ দেগে ছেলে ঋষির মন্তব্য, “পড়ন্ত যৌবনেও বান্ধবী খুঁজে চলা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে কুর্নিশ জানাই…”। এই স্টেটাস নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

Debashree Roy : আইনি চিঠি ‘প্রাক্তন বন্ধু’ শোভনের, জবাবে মুখ খুললেন দেবশ্রী রায়
যদিও বিষয়টি নিয়ে এই সময় ডিজিটাল-এর পক্ষ থেকে শোভন পুত্রের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, কোনও উত্তর পাওয়া যায়নি। তাঁকে হোয়াটসঅ্যাপ করা হলেও কোনও জবাব মেলেনি।

এদিকে ঋষির এই বিস্ফোরক স্টেটাস প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে এই সময় ডিজিটাল। তিনি জানান, ছেলের হোয়াটসঅ্যাপ স্টেটাস তিনি দেখেননি। কিন্তু, ছেলে তাঁকে বরাবর সমর্থন করে এসেছে, সবসময় তাঁর পাশে থেকেছে, আবেগরুদ্ধ গলায় জবাব ঋষির মায়ের।

Sovan Chatterjee: পুরনো ছবিতে আপত্তি, দেবশ্রী রায়কে আইনি নোটিস পাঠালেন শোভন চট্টোপাধ্যায়
উল্লেখ্য, ২০১৮ সালে বাড়ি ছেড়ে গোলপার্কের একটি আবাসনে থাকতে শুরু করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে, ছেলে এবং মেয়েকে নিয়ে পর্ণশ্রীতে নিজেদের পুরনো বাড়িতেই থাকেন রত্না।

শোভন চট্টোপাধ্যায় তাঁর এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি। এদিকে রত্না চট্টোপাধ্যায়ও অতীতে একাধিকবার বৈশাখীকে নিশানা করেছেন। পালটা জবাব দিয়েছিলেন বৈশাখীও।

Calcutta High Court : পুলিশের আচরণ ঘিরে প্রশ্ন! দুই থানার উপর বিরক্তি প্রকাশ কলকাতা হাইকোর্টের
রত্না চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি শোভন চট্টোপাধ্যায়কে ডিভোর্স দিতে চান না। যদিও তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলা আদালতে বিচারাধীন। এরই মধ্যে আদালত চত্বরেই শোভন-রত্নার উতপ্ত বাক্য বিনিময়ের ভিডিয়ো প্রকাশ্যে আসে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল)। এরই মধ্যে ঋষির এই পোস্ট রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *