Panchayat Election 2023 : প্রচার সেরে ফেরার পথে BJP জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি! চাঞ্চল্য জলপাইগুড়িতে – district bjp president car was shot in jalpaiguri election 23


West Bengal Panchayat Polls : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ২ দিন। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। আর তার মধ্যেই মারাত্মক অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলায়। প্রাণে বাঁচলেন জলপাইগুড়ি BJP জেলা সভাপতি বাপী গোস্বামী। বাপী গোস্বামীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে বুধবার রাতে। জানা গিয়েছে, বাহাদুর এলাকা থেকে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে BJP জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর জলপাইগুড়ি কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন বাপী গোস্বামী।

West Bengal Election 2023 : অভিষেকের সফরের আগেই ফের উত্তপ্ত ময়না, BJP কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
বুধবার বাপী গোস্বামী অভিযোগ করে বলেন, ‘বাহাদুর এলাকা থেকে রাত ১২ টা নাগাদ দলীয় প্রচার সেরে মোহিত নগরের বাড়িতে ফিরছিলাম। বাহাদুর কোল্ড স্টোরেজ পেরিয়ে আসার পরেই হঠাৎ আমার গাড়িতে বিকট আওয়াজ হয়। গাড়ি একটু স্লো হতেই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

Kultali Panchayat Election : ভাঙড়ের পর কুলতলিতে চলল গুলি, জখম তৃণমূল প্রার্থী
এরপরেই অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে সোজা থানায় চলে আসি। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। যদিও জানি পুলিশ কিছুই করবে না’। এদিকে বাপী গোস্বামীর গাড়ি পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য থানায় রেখেছে বলে সূত্রের খবর। সেই সঙ্গে খবর ছড়িয়ে পড়তেই জেলার অন্যান্য BJP নেতারা থানায় ছুটে আসেন।

Panchayat Election in West Bengal : কোচবিহারে গ্রেফতার BJP-র জেলা পরিষদের প্রার্থী, প্রতিবাদে ধরনায় বিধায়করা
এই খবর পেয়ে কোতোয়ালি থানায় আসেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, DSP হেডকোয়ার্টার সমীর পাল। এই বিষয়ে সমীর পাল বলেন, ‘BJP-র জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এসেছে। আমরা সেটা খতিয়ে দেখছি। তদন্ত চলাকালীন বেশি কিছু বলা সম্ভব নয়’।

West Bengal Panchayat Election 2023 : গিতালদহে গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মীর দেহ, ঘটনায় গ্রেফতার ৫ অভিযুক্ত
এদিন প্রচারে বেরোনো BJP-র জেলা সভাপতির সঙ্গে ছিলেন আরেক BJP নেতা স্বপন দত্ত। রাতে প্রচার শেষে দু’জনেই দলীয় গাড়িতে বাড়ি ফিরছিলেন। এই বিষয়ে স্বপন দত্ত বলেন, ‘ওটা গুলি চালানোরই আওয়াজ। অল্পের জন্য প্রাণে বেঁচেছি আমরা। আমাদের খুন করার চেষ্টা করা হয়েছিল।

Panchayat Election 2023 : ফের রক্তাক্ত মুর্শিদাবাদ, তৃণমূল বিধায়কের উপস্থিতিতে কংগ্রেস কর্মীকে গুলি!
পুলিশ এই ঘটনার যথোপযুক্ত তদন্ত করুক’। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি রাজ্যের শাসক দল বা অন্য কোনও রাজনৈতিক দলের দিকে আঙুল তোলা হয়নি। তবে সূত্রের খবর, এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিতে চলেছে BJP রাজ্য নেতৃত্ব।

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার আগে ও পরে রাজ্য জুড়ে বেশ কিছু BJP নেতা কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে। সেই কারণেই এই ঘটনার গুরুত্ব বুঝে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন BJP নেতারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *