এদিন সকাল থেকে পারমিতা ঘোষের এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা নিজের ট্রাই সাইকেল নিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূল প্রার্থীর প্রচার শুরু করেছেন। পাশাপাশি এই বিষয়ে পারমিতা ঘোষ বলেন, ‘আমি সারা বছরই এদের পাশে থাকি। এদের একদিকে হাতের কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন কাজ তৈরিতে সাহায্য করি।
সব রকম আর্থিক দিক দিয়ে যাতে এরা স্বনির্ভর হতে পারেন। আগামী দিনে যদি আমি জিততে পারি সরকারিভাবে আরও যেসব প্রকল্প আছে সেগুলো সহজে পাইয়ে দিতে পারব তাহলে। সমাজের অন্যান্য মানুষেরা যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকেন, তাঁরাও যাতে এইভাবে জীবন ধারণ করতে পারেন তার সবরকম ব্যবস্থা আমি করব’।
বিশেষ চাহিদা সম্পন্ন চৈতালী মণ্ডল এই বিষয়ে বলেন, ‘আমরা পারমিতা দিদির পাশে সর্বক্ষণ থাকি। দিদি আমাদের পাশে সারা বছরই থাকেন। এবার তৃণমূলের পতাকা নিয়ে তিনি পঞ্চায়েত নির্বাচনের লড়ছেন। আমরা আশাবাদী উনি জিতবেন।
সব রকম সাহায্য আমাদের যেমন করবেন, পাশাপাশি সাধারণ মানুষ এবার থেকে সরকারের সবরকম প্রকল্পের সুবিধা পাবে। যেসব উন্নয়ন মূলক প্রকল্প আছে, সেইগুলো সহজেই মানুষের কাছে পৌঁছে যাবে। এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিবার তাঁর পাশে থাকলে তিনি সহজেই এবার পঞ্চায়েত নির্বাচনে জিতবেন বলে জানিয়েছেন পারমিতা।
পাশাপাশি জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি। স্থানীয় এক তৃণমূল কর্মী বলেছেন, ‘উনি শুধু মাত্র এই ভোটের কারণে নয়, অনেকদিন আগে থেকেই এই বিশেষ চাহিদাসম্পন্ন ভাই বোনদের নিয়ে কাজ করেন। তাঁদের পাশে থাকেন। সেই কারণেই এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষগুলি এবার তাঁর প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন’।