West Bengal Panchayat Polls : শেষ লগ্নে নতুনত্ব, বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়েই প্রচারে জোর তৃণমূল প্রার্থীর – trinamool candidate is focusing on campaigning with special abled children in basirhat election 23


West Bengal Election 2023 : পঞ্চায়েত ভোটের শেষের দিকে এসে দেখা যাচ্ছে নিত্যনতুন প্রচারের কৌশল। আর এইসব অভিনব প্রচারে এগিয়ে যে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই, একথা বলার অপেক্ষা রাখে না। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী পারমিতা ঘোষ ১৫ নম্বর বুথে প্রার্থী হয়েছেন এবার। প্রায় ২০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের নিয়ে একদিকে তাদের প্রতিনিধিত্ব করছেন, অন্যদিকে তাঁদের সঙ্গে নিয়ে প্রচারও করছেন। সেই ছবি দেখা গেল ভারত ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটের সংগ্রামপুরে।

Panchayat Vote : তৃণমূলের দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী! বসিরহাটে ‘আজব’ কাণ্ডে অবাক গ্রামবাসীরা
এদিন সকাল থেকে পারমিতা ঘোষের এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা নিজের ট্রাই সাইকেল নিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূল প্রার্থীর প্রচার শুরু করেছেন। পাশাপাশি এই বিষয়ে পারমিতা ঘোষ বলেন, ‘আমি সারা বছরই এদের পাশে থাকি। এদের একদিকে হাতের কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন কাজ তৈরিতে সাহায্য করি।

West Bengal Election 2023 : শেষ মুহূর্তে অভিনবত্বের ছোঁয়া, স্টেশনে বিশেষ প্রচার সারল শাসকদল
সব রকম আর্থিক দিক দিয়ে যাতে এরা স্বনির্ভর হতে পারেন। আগামী দিনে যদি আমি জিততে পারি সরকারিভাবে আরও যেসব প্রকল্প আছে সেগুলো সহজে পাইয়ে দিতে পারব তাহলে। সমাজের অন্যান্য মানুষেরা যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকেন, তাঁরাও যাতে এইভাবে জীবন ধারণ করতে পারেন তার সবরকম ব্যবস্থা আমি করব’।

Panchayat Election 2023 : তৃণমূলের ‘হুমায়ুন’ অস্বস্তি বাড়ল, নির্দলদের হয়েই জোর প্রচার শুরু করলেন ভরতপুরের বিধায়ক
বিশেষ চাহিদা সম্পন্ন চৈতালী মণ্ডল এই বিষয়ে বলেন, ‘আমরা পারমিতা দিদির পাশে সর্বক্ষণ থাকি। দিদি আমাদের পাশে সারা বছরই থাকেন। এবার তৃণমূলের পতাকা নিয়ে তিনি পঞ্চায়েত নির্বাচনের লড়ছেন। আমরা আশাবাদী উনি জিতবেন।

Panchayat Election 2023 : ভোটের মাঠে মুখোমুখি কার্তিক-গনেশ! ২ ভাইয়ের লড়াই দেখতে মুখিয়ে জেলাবাসী
সব রকম সাহায্য আমাদের যেমন করবেন, পাশাপাশি সাধারণ মানুষ এবার থেকে সরকারের সবরকম প্রকল্পের সুবিধা পাবে। যেসব উন্নয়ন মূলক প্রকল্প আছে, সেইগুলো সহজেই মানুষের কাছে পৌঁছে যাবে। এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিবার তাঁর পাশে থাকলে তিনি সহজেই এবার পঞ্চায়েত নির্বাচনে জিতবেন বলে জানিয়েছেন পারমিতা।

West Bengal Panchayat Election : ‘ভোট এসেছে, তাই এসেছেন?’ সিঙ্গুরে জনরোষের মুখে BJP সাংসদ লকেট
পাশাপাশি জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি। স্থানীয় এক তৃণমূল কর্মী বলেছেন, ‘উনি শুধু মাত্র এই ভোটের কারণে নয়, অনেকদিন আগে থেকেই এই বিশেষ চাহিদাসম্পন্ন ভাই বোনদের নিয়ে কাজ করেন। তাঁদের পাশে থাকেন। সেই কারণেই এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষগুলি এবার তাঁর প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *