নির্বাচন মিটতেই সুকান্তকে ফোন জেপি নাড্ডার,‌ অশান্তির রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রকও


রাজ্যে জুড়ে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির মাঝে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে দাবি জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ। ভোটপর্বের শেষ লগ্নে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে রিপোর্ট চাইলেন বিজেপি জাতীয় সভাপতি জে পি নাড্ডা। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রক সুকান্ত মজুমদারের কাছে ভোটের অশান্তি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বলেও খবর।

BJP West Bengal : &amp#39;দেখি রাজ্যপাল কী করেন…&amp#39;, ভোট মিটতে রাষ্ট্রপতি শাসনের জোরাল দাবি বিজেপির
শনিবার বিকেলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের পুরো পরিস্থিতির কথা তিনি রাজ্য সভাপতির কাছে জানতে চান বলে খবর। পাশাপাশি, নির্বাচনে বিজেপির ফল কেমন হতে পারে, সে ব্যাপারেও চান বলে বিজেপি সূত্রে খবর।

West Bengal Election 2023 : সব দোষ রাজ্যপাল-বিরোধীদের! পঞ্চায়েত ভোটের &amp#39;রেড স্যাটারডে&amp#39; তৃণমূলের চোখে শান্তিপূর্ণ
রাজ্যে হিংসার ঘটনা, একাধিক বিজেপি কর্মীর মৃত্যু, বিজেপিকে একাধিক জায়গায় বাধা প্রদান, ভোট লুঠ ব্যালট একাধিক বিষয়ে সর্ব ভারতীয় সভাপতির কাছে সুকান্ত নালিশ জানিয়েছেন বলেও বিজেপি সূত্রে খবর। পাশাপাশি, রাজ্যে এহেন রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ ৩৫৬ ধারা জারি করার ব্যাপারে জোরালো আওয়াজ তুলেছেন।

West Bengal Election Commission : &amp#39;ভোট শান্তিপূর্ণ না অশান্ত, বলার সময় আসেনি&amp#39;, নজিরবিহীন সন্ত্রাসের মধ্যে মন্তব্য রাজীবের
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে ইতিমধ্যেই জোরালো দাবি করেছেন। এমনকি, বিষয়টি নিয়ে রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন, সেদিকেও নজর রাখা হবে বলে জানান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য। রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন সে বিষয়ের কথা উল্লেখ করেন তিনি।

WB Panchayat Vote 2023 : ‘মেরুদণ্ডহীন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা হতাশাজনক’, অশান্তির আবহে সাফাই কুণালের
উল্লেখ্য, শনিবার বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। কোচবিহার থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় জেলায় অশান্তি চূড়ান্ত পর্যায় পৌঁছয় গোটা দিন জুড়ে। এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনেই মোট ১২ জন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত রাজ্যের সব ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে পারেননি কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছেন, ৬০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত এক চতুর্থাংশ ভোটেই তারা রয়েছে।

Nandigram Panchayat Election 2023 : অকেজো সিসিটিভি, নেই কেন্দ্রীয় বাহিনী

তবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিনে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। অভিযোগের ভিত্তিতে জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। যদিও, গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের দিকেই দোষ চাপিয়েছে নির্বাচন কমিশন। সুরক্ষার বিষয়টি পুলিশ এবং বাহিনীর দেখা উচিত, নির্বাচন সংগঠিত করার দায়িত্বে ছিল কমিশন বলেই সাফাই দেন রাজ্য নির্বাচন কমিশনার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *