মালাইকা-অর্জুনকে বহুদিন পর আবার এক ফ্রেমে দেখা গেল। মাঝে অনেকদিন তাঁদের একসঙ্গে দেখতে না পাওয়া নিয়ে অনেক কথা ঘুরছিল নেটদুনিয়ায়। অবশেষে বৃষ্টিভেজা মুম্বইয়ে একসঙ্গে ধরা দিলেন তাঁরা (Arjun Malaika)। বহুদিন পর আবার যুগলে দেখা মিলল মালাইকা-অর্জুনের। মুখে কোনও কথা নেই… কিন্তু গোটা রাস্তা শক্ত করে হাত ধরে থাকলেন অর্জুন। এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পরে। বিনোদন সংক্রান্ত যে কোনও খবর সবার আগে পেতে আপনাদের চোখ থাকুক এই সময় ডিজিটালে।