Gram Panchayat Election : পুলিশ সেজে ডেকে নিয়ে গিয়ে TMC কর্মীকে কুপিয়ে খুন, খড়গ্রামে ব্যাপক আতঙ্ক – murshidabad khargram tmc worker murder on the day of panchayat election 2023


খুনের ধারা অব্যাহত রাজ্যে। এবার পুলিশ সেজে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের খড়গ্রামের রতুনপুর নলদ্বীপ গ্রামে। নিহত তৃণমূল কর্মীর নাম সতরুদ্দিন শেখ ওরফে রহিসুদ্দিন। ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের বিরুদ্ধে। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, সতরুদ্দিন শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে হিসেবে পরিচিত। ভোটের দিন ভোররাতে পুলিশ সেজে কেউ বা কারা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর কুপিয়ে খুন করা হয় তাঁকে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনায় কংগ্রেসে বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Beldanga Bomb Blast : ফের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু কংগ্রেস কর্মীর! উত্তেজনা এলাকায়
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে ছড়িয়েছে অশান্তি। একের পর এক জেলায় ঘটেছে সংঘর্ষ, রক্তক্ষয়। খুন হয়েছেন বেশ কয়েকজন। যে সমস্ত জেলায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি অশান্তি দেখা গিয়েছে, তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ।

Panchayat Election 2023 : নির্বাচনের পরেও কোচবিহারে বাহিনী? রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে যা বললেন নিশীথ…
মুর্শিদাবাবাদে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গতকালও জেলার রানিনগরে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। নিহত ওই কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকেরাই তাঁকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ একেবারেই মানতে চায়নি তৃণমূল। ঘটনায় তৃণমূল কর্মী চিন্ময় মণ্ডল পালটা অভিযোগ করেন, লাঠিসোটা নিয়ে অরবিন্দই হামলা চালাতে এসেছিলেন। এমনকী সেই ঘটনার মুহূর্তের ছবিও তাঁর কাছে আছে বলে দাবি করেন ওই তৃণমূল কর্মী।

Mahua Moitra : সকাল সকাল ভোট দিলেন মহুয়া মৈত্র

এদিকে রাজ্যের এই পরিস্থিতি দেখে ময়দানে নেমেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইতিমধ্যেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জেলায় ছুটে বেরিয়েছেন তিনি। কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনার পরে গত মুর্শিদাবাদেও পা রাখেন রাজ্যপাল। গিয়েছিলেন খড়গ্রামেও। শুক্রবার কলকাতা থেকে প্রথমে ট্রেনে বহরমপুর কোর্ট স্টেশনে নামেন আনন্দ বোস। সেখান থেকে তিনি সরাসরি যান খড়গ্রামে। নির্বাচন পর্বের শুরুর দিকেই খড়গ্রামে দুস্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। সেখানে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তারপর জেলার আরও বেশকিছু জায়গায় যান রাজ্যপাল। স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করে সমস্তরকম সহযোগিতা ও পাশে থাকার আশ্বাসও দেন তিনি। কিন্তু দেখা গেল তাঁর ঘুরে আসার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের খুন সেই খড়গ্রামেই। ঘটনায় উদ্বেগ বাড়ছে গোটা জেলাজুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *