West Bengal Panchayat Election Violence : সালারে মুড়িমুড়কির মতো পড়ছে বোমা! ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ – murshidabad panchayat election violence bombing incident on sunday


Panchayat Election Violence : শনিবার পঞ্চায়েত ভোটের দিনেই পাঁচটি মৃত্যু দেখেছে মুর্শিদাবাদ জেলা। এত কিছু হওয়ার পরেও যে জেলায় সন্ত্রাস থামার নাম নেই, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সালার। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর থেকে উত্তপ্ত ছিল এলাকা। আর রবিবার দুপুর থেকে ফের হিংসাত্মক হয়ে উঠল মুর্শিদাবাদের সালারের রাজনৈতিক আবহাওয়া।

রবিবার দুপুর থেকে লাগাতার বোমাবৃষ্টি শুরু হয়েছে সালারে, বিশ্বস্ত সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। একের পর এক জায়গায় মুড়িমুড়কির মতো ফাটছে বোমা। বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

West Bengal Election 2023 : নির্দল সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে মৃত্যু নিয়ে ধোঁয়াশা
তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হিংসা, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে রাজি নয় তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে, শনিবার ভোটের সময় থেকে বিরোধীরা লাগাতার হামলা চালাচ্ছে। যার ফলে এই হিংসা দেখা দিয়েছে।

এদিন এলাকায় বোমাবাজি শুরু হতেই সাধারণ মানুষ আতঙ্কে নিজেদের গৃহবন্দি করে নেন। ঝাঁপ নেমে যায় একের পর এক দোকানে। শুনশান রাস্তাঘাটে পরপর ফাটতে থাকে বোমা। শেষ খবর পাওয়া পর্যন্ত বোমাবাজি চলছে বলেই জানা গিয়েছে। যদিও এলাকা সূত্রে জানা গিয়েছে, এক নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়।

North 24 Parganas Panchayat Election : ছাপ্পার ধান্দায় বোমা হাতে বুথে দুষ্কৃতীরা, প্রাণ বাঁচাতে দৌড় ভোট কর্মীদের! তারপর…
আর তারপরই উত্তেজনা দেখা দেয় এলাকায়। লাগাতার হতে থাকে বোমাবৃষ্টি। জানা গিয়েছে, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান ওই নির্দল প্রার্থী। আর তারপর থেকেই লেগে রয়েছে হিংসা। আর এর জেরে সালারে দেখা দিয়েছে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব।

ভোট পরবর্তী এই হিংসা যে এখানেই থামবে না, তা বুঝে গিয়েছেন সালারের সাধারণ মানুষ। আর তাই পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানাচ্ছেন তাঁরা। শুধু সালারই নয়, ভোটের পরের দিন রণক্ষেত্র হয়ে উঠেছে জেলার অন্য এলাকাগুলিও।

West Bengal Election 2023 : অভিষেকের সফরের আগেই ফের উত্তপ্ত ময়না, BJP কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
সামশেরগঞ্জে আজ সকাল থেকে নির্দল ও তৃণমূল সমর্থকদের বচসাকে কেন্দ্র করে শুরু হয় দফায় দফায় বোমাবাজি। এলাকায় একের পর এক বোমা পড়েছে। থলে ভর্তি বোমা নিয়ে দাপিয়ে বেরিয়েছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। এদিক ওদিক থেকে উড়ে এসেছে ইট পাথর। আতঙ্কিত হয়েছেন গ্রামবাসীরা।

গণ্ডগোলের খবর পেয়েও গ্রামে ঢুকতে পারেনি সামশেরগঞ্জ থানার পুলিশ। বাম কংগ্রেস কর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের জলঙ্গিতে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *