Panchayat Result : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল-শান্তনুর এলাকায় জয়ী কোন দল? – trinamool congress wins in kuntal ghosh and shantanu banerjee village in panchayat election


নিয়োগ দুর্নীতির অভিযোগ। আপাতত সংশোধনাগারে রয়েছেন বলাগড়ের দুই প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ। গত পঞ্চায়েত নির্বাচনেও যাঁরা সক্রিয় রাজনীতি করেছিলেন তাঁরা শাসক দলের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

হুগলি জেলার বলাগড় ব্লকের দুই নেতা গ্রেফতারের পর থেকেই সরব বিরোধীরা। এই দুই যুবনেতাকে গ্রেফতারের পর তাঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল দল। বলাগড় ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বারুইপাড়া গ্রামে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ধাওয়াপাড়ায় বাড়ি কুন্তল ঘোষের। তাঁদের বুথে জয়ী হয়েছে তৃণমূল।

Hooghly Panchayat Election: লালে লাল পাণ্ডুয়ার জামনা, হুগলির সবুজ ঝড়ের মাঝে CPIM-এর চমক
এছাড়াও শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৫। এর মধ্যে তৃণমূল পেয়েছে ১৬টি, BJP পেয়েছে ৫টি, সিপিএম টি এবং নির্দল ২টি। একক সংখ্যাগরিষ্ঠতায় পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রামের ১২৪ নম্বর বুথে জয়ী তৃণমূল প্রার্থী সুরুই টুডু জয় লাভের পর শান্তনু নামে জয়ধ্বনি দিয়েছেন।
Singur Panchayat Result : বাম কফিনের শেষ পেরেক! সেই সিঙ্গুরে পঞ্চায়েতে কেমন ফল জানুন
কুন্তল, শান্তনুর বহিষ্কার নিয়ে তৃণমূল কর্মীদের একাংশে মধ্যেই চাপা ক্ষোভ রয়েছে, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের। এছাড়াও বলাগড়ের ১৩টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সময় গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা সামনে এসেছিল। যুব সভানেত্রী রুনা খাতুন, বিধায়ক মনরঞ্জন ব্যাপারী, প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়ের নাম ভোটের আগে উঠে এসেছিল বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। যদিও সেভাবে কোনও প্রভাব ফেলতে পারেনি এই ফ্যাক্টরগুলি। হুগলি জেলার ১৮টি ব্লকেই তৃণমূল জয়ী হয়েছে।

Manoranjan Bapari TMC: ‘এত চোর এত ধান্দাবাজ যে একটা দলে থাকতে পারে জানা ছিল না…’, ফের তৃণমূলকেই তোপ মনোরঞ্জনের
এর কারণ হিসেবে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির কথাই বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু, কুন্তলের গ্রেফতারি নিয়ে বিতর্ক ছাপিয়েও মানুষ তাই সবুজ শিবিরকেই বেছে নিয়েছে।

Birbhum Panchayat Result : শক্তি বাড়াল BJP! অনুব্রতহীন বীরভূমে চমকে দেওয়ার মতো ফল গেরুয়া শিবিরের
বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় বলেন, “এই জয় বলাগড়ের মা মাটি মানুষের জয়। প্রত্যেকেই চান নির্বাচনে প্রতিনিধিত্ব করতে। কিন্তু, দল যাঁকে প্রতীক দেন তিনিই প্রার্থী হন। তবে দলের ভোট কিছুটা কমেছে। তবে পঞ্চায়েত দখলে রাখতে পেরেছি। আমাদের এখানে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বলাগড় পঞ্চায়েত নির্বাচনে কোথাও হিংসার ঘটনা ঘটেনি বা রাজনৈতিক খুন হয়নি। মনোনয়ন থেকে গণনা পর্যন্ত সম্পূর্ণটাই শান্তিপূর্ণভাবে হয়েছে। “

Trinamool Congress : প্রচারের শেষ লগ্নেও তৃণমূলে বহিষ্কার, একাধিক জেলা থেকে ৯৬ জনকে দরজা দেখাল দল
পাশাপাশি শান্তনু এবং কুন্তলের গ্রেফতারির কোনও প্রভাব সেভাবে পড়েনি বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, ” কেউ অন্যায় করলে শাস্তি পেয়ে হবে। তবে যদি আইনের কাছে কেউ নির্দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে দল কী পদক্ষেপ করবে তা ভাবার বিষয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *