Amogh Lila Prabhu ISKCON : ‘মেনে নেওয়া যায় না’, অমোঘ লীলা প্রভুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ চিকিৎসক অরিন্দম বিশ্বাসের – dr arindam biswas will do a police complaint against amogh lila prabhu


শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণীর অপব্যাখ্যা, আচমকাই চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন অমোঘ লীলা প্রভু। তাঁকে এক মাসের জন্য নিভৃতাবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসকন। এদিকে তাঁর বিরুদ্ধে থানার দ্বারস্থ হতে চলেছে বাংলা নাগরিক মঞ্চ। সংগঠনের তরফে শুক্রবার ডা: অরিন্দম বিশ্বাস এবং আরও কয়েকজন কসবা থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন।

Amogh Lila Prabhu : মোটা মাইনের মার্কিন চাকরি ছেড়ে সন্ন্যাস! শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দকে নিয়ে কুকথা বলা অমোঘ লীলা প্রভু কে?
যদিও এই প্রসঙ্গে চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা কসবা থানায় গিয়েছিলাম। কিন্তু, আমাদের সাইবার থানায় অভিযোগ দায়েরের কথা বলা হয়েছে। আমরা সেই মোতাবেক অভিযোগ করব। ইসকনের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। কিন্তু, অমোঘ লীলা প্রভুর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।” তিনি আরও বলেন, “তিনি যা ইচ্ছে বলে যাবেন আমরা হাত গুটিয়ে বসে থাকব তা কোনওভাবেই সম্ভব নয়।”

Amogh Lila Prabhu ISKCON : নিষিদ্ধ হওয়ার পরও কেন ইসকনের বিজ্ঞাপনে অমোঘ লীলা প্রভু? যা জানাল কর্তৃপক্ষ
অমোঘ লীলা প্রভুর কোন মন্তব্য নিয়ে শোরগোল?
তিনি প্রবচন দেওয়ার সময় আচমকাই প্রশ্ন করেন, “কোনও ধার্মিক ব্যক্তি কি মাছ ভক্ষণ করবেন? তাদেরও তো যন্ত্রণা হয়?” স্বামী বিবেকানন্দকে উদ্দেশ করে তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।

পাশাপাশি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ‘যত মত তত পথ’ বাণী নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। অমোঘ লীলা প্রভু বলেন, “এই মন্তব্য যুক্তিহীন। আমি মায়াপুরে যাওয়ার সময় যদি সকলে ভিন্ন ভিন্ন পথের কথা বলে সেক্ষেত্রে আমরা কি নির্দিষ্ট কোনও গন্তব্যস্থলে পৌঁছতে পারব! কোনও একজনের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার জন্য একাধিক মত থাকলে তা ভুল দিশা দেখাতে পারে।”

Amogh Lila Prabhu Punishment : শ্রীরামকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অমোঘ লীলা প্রভুকে কী শাস্তি দিল ইসকন?
অমোঘ লীলা প্রভুর এই মন্তব্যের জেরে দেশ তথা বিশ্বে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের ভক্তরা সরব হন। তীব্র সমালোচনার ঝড় বয়ে যায়।

এরপরেই তাঁকে নিভৃত যাপনের নির্দেশ দেয় ইসকন। আগামী এক মাস বৃন্দাবনের গোবর্ধনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ইসকন সূত্রে খবর এমনটাই। স্বামী বিবেকানন্দের খাদ্যাভাস এবং শ্রী রামকৃষ্ণের বাণীর ভুল ব্যাখ্যা করে ইতিমধ্যেই শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।

Amogh Lila Prabhu on Swamiji : শ্রী রামকৃষ্ণের ‘যত মত, তত পথ’-এর ‘অপব্যাখ্যা’, বিতর্কিত সন্ন্যাসীকে নিষিদ্ধ করল ইসকন
কে এই অমোঘ লীলা প্রভু?
জানা গিয়েছে তিনি লখনউয়ের বাসিন্দা এবং তাঁর ছেলেবেলায় নাম ছিল আশিস আরোরা। তিনি সফটওয়্যার ইঞ্জিনিং নিয়ে পড়াশোনা করেন। ২০০৪ সালে তিনি একটি মাল্টি ন্যাশানাল কোম্পানিতে যোগদান করেন। ২০১০ সালে তিনি চাকরি ছাড়েন এবং আধ্যাত্মিক জগতে ফেরত আসেন। ২৯ বছর বয়সে তিনি যোগদান করেন ইসকনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *