Chandrayaan 3 : ‘চাঁদে আমার কেনা জমিতে চন্দ্রযান-৩ নামলে গর্ব হবে’, মন্তব্য ঝাড়গ্রামের সুমন্তর


Chandrayaan-3 Launch: আর মাত্র কয়েক মুহূর্তের প্রতীক্ষা। ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান ৩। ২০১৯-এর ব্যর্থ ‘মুন মিশন’-এর পর গোটা দেশ তথা বিশ্ব তাকিয়ে রয়েছে ইসরোর নতুন এই প্রচেষ্টার দিকে।

কিন্তু, চন্দ্রযান ল্যান্ড করবে ঝাড়গ্রামের যুবকের ‘কেনা জমির উপর’? অন্তত এমনই আশায় বুক বেঁধে চন্দ্রঅভিযানে নজর স্থির রেখেছেন সুমন্ত মুর্মু।

ISRO Chandrayaan 3 : চাঁদে যেতে তৈরি চন্দ্রযান, ওয়ার রুমে কী চলছে? জানাল ইসরো
জটিলতা সরিয়ে সহজে বিষয়টি ব্যাখ্যা করা যাক- ২০২১ সালে ২ জুলাই প্রথম বিবাহবার্ষিকীতে ‘দিলদার’ মার্থাকে চাঁদে জমি কিনে দেওয়ার দাবি করেছিলেন ঝাড়গ্রামের বাসিন্দা সুমন্ত মুর্মু। এই জন্য তিনি খরচ করেছিলেন তিন হাজার ২৪০ টাকা। এমনকী, সংশ্লিষ্ট সংস্থার থেকে একটি দলিলও দেওয়া হয়। আর সেই দলিলই স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন সুমন্ত।

Chandrayaan-3 Launch Date : ইসরোতে বসে চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণ লাইভ দেখতে চান? কী ভাবে করবেন আবেদন
আজ যখন চাঁদ ছোঁয়ার অনেক কাছাকাছি ভারত সেই সময় সুমন্তর মন আশায় দুলছে। ঝাড়গ্রামের এই যুবক বলেন, “ভারতের আগে দু’বার চন্দ্রযান পাঠিয়েছে। দুটি মিশন ব্যর্থ হওয়ার পর খুব খারাপ লেগেছিল। এবার আমার দৃঢ় বিশ্বাস চন্দ্রঅভিযান সফল হতে চলেছে। ভারতবাসী হিসেবে তা আমার কাছে খুবই গর্বের বিষয়।”

সুমন্তর সংযোজন, “ভারতের চন্দ্রযানটি নামার সময় যদি আমার কেনা চাঁদের জমিতে নামে এবং তা যদি কোনওভাবে জানতে পারি তা আমার কাছে অত্যন্ত গর্বের হবে।”

Chandrayaan-3 Mission Launch : ইতিহাসের দোরগোড়ায় ভারত, কখন, কোথায় দেখা যাবে চন্দ্রযান-৩ উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং? জেনে নিন
চাঁদে জমি কেনা যায় না…
উল্লেখযোগ্যভাবে চাঁদে জমি কেনা যায় না। এই নিয়ে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেনের মধ্যে একটি নির্দিষ্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ‘আউটার স্পেস চুক্তি ১৯৬৭’ মোতাবেক বিশ্বের কোনও দেশ চাঁদে জমি কিনতে পারে না। এই চুক্তিতে স্বাক্ষর করেছিল ভারতও। অর্থাৎ বাস্তবে সুমন্তর কোনও জমি চাঁদে নেই।

Chandrayaan 3 Launch Live : আর মাত্র কয়েক ঘণ্টা, ইতিহাস গড়ে চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-৩! কখন-কোথায়-কী ভাবে দেখবেন?
অনলাইনে কিছু সংস্থা মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে ফেঁদে বসেছে প্রতারণার ফাঁদ। ডলারের বিনিময়ে চাঁদে জমি কেনা বেচার ভুয়ো কারবার চলছে রমরমিয়েই। এই ঝাড়গ্রামের যুবকও সেই প্রতারণার শিকার। তাঁর সার্টিফিকেটও প্রতীকী।

কিন্তু, ভারত যখন ইতিহাস লেখার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সেই সময় এই মিশনের দিকে নজর রেখেছেন সুমন্ত। কাজ সরিয়ে আজকের দিনে তাঁর প্রাথমিকতা ‘মুন মিশন’। সুমন্তর পাশাপাশি মার্থার নজরও চন্দ্র অভিযানের দিকেই। দু’জনেই আপাতত চাইছেন চন্দ্র অভিযান যাতে সফল হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *