Jhargram Elephant Attack : কনেযাত্রীদের খাওয়ার মধ্যে প্যান্ডেলে হাজির হাতির পাল – elephants attacked in a marriage ceremony in jhargram


এই সময়, ঝাড়গ্রাম: রাতের অন্ধকারে বিয়েবাড়িতে হাতিদের হানাদারি! অনেকটা রাস্তা ঘুরপথে এসে রাত একটার সময় সবেমাত্র খেতে বসেছিলেন কনেযাত্রীরা। হঠাৎই বৌভাতের প্যান্ডেলে হানা দিল হাতির পাল। মাথায় উঠল ভোজবাড়ি! সবাই তখন পালাতে ব্যস্ত। অর্ধেকের বেশি আমন্ত্রিত অবশ্য ভয়েই আসেননি। যে ক’জন এসেছিলেন তাঁরা আবার সারারাত জেগে কাটিয়েছেন।

Birbhum News : ২৫-এর পরিবর্তে ৩০ জন যেতেই রাগে অগ্নিশর্মা! কন্যাযাত্রীদের বেধড়ক মারধর বরপক্ষের
কলকাতা সংলগ্ন এলাকা থেকে আত্মীয়-স্বজনরা এসেছিলেন ঝাড়গ্রামের জোয়ালভাঙা গ্রামের বাসিন্দা তপন সিংহের ছেলের বিয়ে উপলক্ষে। প্ল্যান ছিল দু’তিন দিন এখানে থাকার। কিন্তু হাতির ভয়ে দিনের আলো ফুটতেই পাততাড়ি গোটাতে দেখা গেল তাঁদের। তপন সিংহের ছেলে পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি তন্ময় সিংহের বিয়ে হয় গত শুক্রবার। কনের বাড়ি বাঁশতলা থেকে প্রায় ৮ কিমি দূরে জয়পুর গ্রামে।

Elephant Attack : তাড়াতে গিয়ে বড় বিপর্যয়! ২ হুলা পার্টির সদস্যকে পিষে মারল হাতি
শনিবার গ্রামেই ছিল বৌভাতের অনুষ্ঠান। বরের বাবা তপন বলেন, ‘৫০০ জনকে আমন্ত্রণ করা হয়েছিল বৌভাতে। কিন্তু হাতির ভয়ে কেউই প্রায় আসেনি। বাইরে থেকে আসা অল্প কয়েক জন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও ৬৫ জন কনেযাত্রী মিলে মোট ২৭০ জন খেয়েছেন।’ ফলে খাবার বেঁচে গিয়েছে প্রচুর। বিলি-বাটোয়ারা করেও ডেকচি-ডেকচি খাবার নষ্ট হতে দেখে দীর্ঘশ্বাস ফেলছেন গৃহকর্তা।

Lion Buffalo Fight : স্কিলের কাছে গো হারা পশুরাজের! সিংহের মুখ থেকে প্রভুকে উদ্ধারে বাজিমাৎ ২ মহিষের
গত কয়েক দিন ধরেই জোয়ালভাঙা সংলগ্ন আশেপাশের গ্রামগুলিতে সন্ধ্যা নামলেই তাণ্ডব চালাচ্ছে বুনো হাতির দল। শনিবারও গ্রামের একাধিক বাড়িতে ভাঙচুর চালায় হাতির পাল। বাঁশতলা থেকে জঙ্গল রাস্তা দিয়ে জোয়ালভাঙা গ্রামের দূরত্ব মাত্র তিন কিমি। বরের খুড়তুতো দাদা বরুণ সিংহ বলেন, ‘কনেযাত্রীদের আসার কথা ছিল রাত ন’টায়। কিন্তু হাতির ভয়ে ওদেরকে ১৫ কিমি ঘুরপথে গ্রামে যখন নিয়ে আসি, তখন রাত একটা।’

Jhargram Panchayat Result : পদ্মকে সাফ করে জঙ্গলমহল ঢাকল ঘাসফুলে
মধ্যরাতে এসে পৌঁছে সবেমাত্র প্যান্ডেলে খেতে বসেছেন কনেযাত্রীরা। তখনই হানা দেয় ৮টি বুনো হাতির দল। প্রাণভয়ে খাবার ছেড়ে দে ছুট কনেযাত্রীরা। বরের মা ববিতা সিংহ বলেন, ‘একেবারে প্যান্ডেলের সামনে হাতি চলে আসায় হুড়োহুড়ি লেগে যায়। কনেযাত্রীরা তখন খেতে বসেছিলেন। অর্ধেক খেয়েই আতঙ্কে তাঁরা উঠে পড়েন।’

Viral Video: পরচুল পরে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বর! ধরা পড়তেই কনের পরিবারের বেধড়ক মার, দেখুন ভিডিয়ো
বর তন্ময় নববধূ মাম্পি বলেন, ‘হাতির জন্য পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে গেল! ভয়ে আমন্ত্রিতরা তেমন কেউ আসেননি। যাঁরা এসেছিলেন, হাতির হামলার পর সবাই মিলে একসঙ্গে সারারাত জেগে কাটিয়েছি।’ ভাটপাড়া থেকে দুই ছেলে, বৌমা, মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের নিয়ে এসেছিলেন আত্মীয় মহেশ সিংহ। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার সময় মহেশ বললেন, ‘বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছিলাম চার-পাঁচদিন এখানে থাকব বলে। কিন্তু ঘরের মধ্যে যে ভাবে হাতির দল ঢুকে যাচ্ছে, তা জীবনে প্রথম দেখলাম। ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভয়ে আর থাকতে না পেরে ভাটপাড়ায় ফিরে যাচ্ছি!’

Panchayat Election 2023 Result : অভিষেকের ইচ্ছেয় তৃণমূলের প্রার্থী! কেমন ফল করলেন দণ্ডিকাণ্ডের নির্যাতিতা শিউলি?
আমন্ত্রিতরা না আসায় প্রচুর খাবারও নষ্ট হয়েছে। চল্লিশ কিলো মাংস, কুড়ি কিলো চালের ভাত, পটলের তরকারি দুই ডেকচি, ১৫ কিলো মাছ ভাজা, এক ঝুড়ি শাক ভাজা, চাটনি দেখিয়ে বরের বাবা তপন সিংহ বলেন, ‘গরমে সব নষ্ট হয়ে গিয়েছে। যেগুলো ভালো ছিল, এ দিন সকালে তা বিলিয়ে দিয়েছি গ্রামের মানুষজনকে।’ ঝাড়গ্রামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী বলেন, ‘কিছু বাড়ি ভাঙচুর করেছে হাতিতে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *