Netaji Subhas Open University : অনুমতি ছাড়া কথা নয় মিডিয়ায়! বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল – netaji subhas open university registrar issued a notification saying that no member of the university can speak to the media without the permission of the authorities


এই সময়: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মুখ খোলা যাবে না সংবাদমাধ্যমে। এমনই বিজ্ঞপ্তি জারি করে তীব্র বিতর্কের মুখে পড়লেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কোনও সদস্যই কর্তৃপক্ষ বিশেষ করে উপাচার্যের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না।

Bhangar Violence : ভাঙড়ের ‘ভায়োলেন্স’-এ পরীক্ষা কী ভাবে! উদ্বেগ
গত কয়েক মাস ধরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নানা অচলাবস্থা নিয়ে বার বার সরব হয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষাকর্মীরা। অনেকেই মনে করছেন, তাতে লাগাম পরানোর চেষ্টায় এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। শিক্ষকদের অনেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন।

West Bengal Government : শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য বড় সিদ্ধান্ত! পিএফ গ্রাহকদের WBIFMS-এর আওতায় আনছে নবান্ন
অনেকেই মনে করছেন মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। শিক্ষক সমাজও এর বিরুদ্ধে সরব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতি রায়ের বক্তব্য, ‘এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি এখনই এই অর্ডার প্রত্যাহার করা হোক। না হলে আমরা এই অর্ডার যাঁরা ইস্যু করেছেন তাঁদের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামব।’ এর আগে অবশ্য একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে খুব বেশি দূর এগোতে পারেনি যাদবপুর ও রবীন্দ্র ভারতীর মতো বিশ্ববিদ্যালয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *