WB Panchayat Election 2023: গণনার পর এক সপ্তাহ পার, কাউন্টিং সেন্টারের তালা খুলতেই মিলল সিল করা ব্যালট বক্স – panchayat election sealed ballot box found in malda counting center after seven days of counting


Ballot Box: পঞ্চায়েত ভোটের গণনার পর পেরিয়ে গিয়েছে এক সপ্তাহ। কিন্তু এখনও জেলায় জেলায় পাওয়া যাচ্ছে ব্যালট ও ব্যালট বক্স। কখনও পুকুর পাড়ে, কখনও আস্তাকুড়ে, কখনও আবার রাস্তার পাশ থেকে উদ্ধার বেওয়ারিশ ব্যালট পেপার। এবার গণনার একসপ্তাহ পর গণনা কেন্দ্র থেকে মিলল সিল করা তিনটি ব্যালট বক্স। এই বিষয়টি নজরে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পঞ্চায়েত ভোট গণনার পর সপ্তাহ ঘুরেছে, তার পরেও গণনা কেন্দ্রে পড়ে রয়েছে সিল প্যাক করা তিনটি ব্যালট বাক্স। উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়েছে মালদার রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, মালদার অন্যতম গণনা কেন্দ্র হয়েছিল গাজোল হাজি নাকু মহঃ উচ্চ বিদ্যালয়। গাজোল ব্লকের ৩ টি জেলা পরিষদ, ৪৫ টি পঞ্চায়েত সমিতি সহ প্রায় ৩০০’র বেশি গ্রাম পঞ্চায়েতের ভোটের গণনা করা হয় সেখানে। সেই বিদ্যালয়ের একটি রুমে সিল প্যাক করা তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে।

Nadia News : জঙ্গলে ডাঁই করা জনগণের রায়! নদিয়ায় ব্যালট পেপার উদ্ধার ঘিরে বিতর্ক

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গাজোল থানার পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের কর্তারা এদিন গাজোল হাজি নাকু মহঃ উচ্চ বিদ্যালয়ে এসে গেটের তালা খুলে ও গণনা কেন্দ্রের রুমের তালা খুলে দেখে এখনও সেখানে তিনটি ব্যালট বক্স সিল করা অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে খবর যায় বিডিও-এর কাছে। নির্দেশ পেয়ে ব্যালট বাক্স গুলি নিয়ে যাওয়া হয়। এদিকে এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কীভাবে গণনার এক সপ্তাহ পরেও ওখানে কীভাবে রয়ে গেল ব্যালট বক্সগুলি সেই নিয়ে প্রশ্ন উঠছে।

Ballot Paper : ১০ দিন পার, হুগলিতে বেসরকারি কলেজের মাঠে ছড়িয়ে পড়ে ব্যালট পেপার!

পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের পাশাপাশি মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতৃত্বরাও ছিল। তবে প্রশ্ন উঠছে পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হয়ে যার পরেও কিভাবে সিল প্যাক ব্যালট বক্স গুলি পাওয়া গেল। বিরোধীরা বলছেন ভোটের গণনার ক্ষেত্রে কারচুপি করা হয়েছে। যদিও এই অভিযোগ সহ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

North 24 Parganas Panchayat Election Result : জাল ফেলতেই মাছের বদলে পুকুর থেকে উঠল ব্যালট পেপার, হইচই হাসনাবাদে

উল্লেখ্য, ব্যালট বক্স নিয়ে কীভাবে ও কেন এত অবহেলা এই নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে পুকুর থেকে উদ্ধার হয় তাল পাকানো গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার। সিরহাটের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের পাটলিখানপুর গ্রামের একটি পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হলে জালে মাছের বদলে উঠে আসে ব্যালট পেপার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *