‘অন্তঃসারশূন্য নির্দেশ বাতিল করা যায় না?’ শুভেন্দু মামলায় বিচারপতি মান্থার রায় প্রসঙ্গ টানল ডিভিশন বেঞ্চ


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী দিনে আদালতের নির্দেশ ছাড়া বিজেপি নেতার বিরুদ্ধে কোনও FIR দায়ের করা যাবে না বলে জানিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার অন্য একটি মামলার শুনানিতে পূর্ববর্তী নির্দেশের প্রসঙ্গ টেনে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলায়। এফআইআর দায়েরের আবেদন করেন সুমন সিং নামের এক আইনজীবী। FIR দায়ের করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করা হয়।

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন, বৃহত্তর বেঞ্চ বসাচ্ছে হাইকোর্ট
বুধবার সেই মামলার শুনানি চলাকালীন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন, ‘কোনও ব্যক্তির বিরুদ্ধে FIR করতে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পর ওই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনও অপরাধের অভিযোগ ওঠে তখনও কি FIR করতে পারবে না পুলিশ?’ তাঁর আরও প্রশ্ন, ‘যদি কোনও নির্দেশ অন্তঃসারশূন্য হয়, তাহলে কি সেই নির্দেশকে বাতিল করা বা ফিরিয়ে নেওয়া যায় না?’ আগামিকাল আদালতে ফের এই মামলার শুনানি।

সম্প্রতি দলীয় কর্মীদের এসএসকেএম হাসপাতাল থেকে দেখে বেরিয়ে বিচারব্যবস্থার একাংশকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী শুভেন্দু অধিকারীকে সব মামলায় রক্ষাকবচ দেওযার জন্য নাম উল্লেখ করে কলকাতা হাইকোর্টের এক বিচারপতিকে আক্রমণ করেন অভিষেক।

West Bengal Election 2023 : ভোট হিংসার ছাপ একাধিক স্কুলে! দ্রুত মেরামতির লক্ষ্য়ে জারি নির্দেশিকা
তৃণমূল নেতা বলেন, ‘সব মামলায় শুভেন্দু অধিকারী ও নন্দীগ্রামের বিজেপি নেতারা কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছে। কোনও কোনও বিচারপতি বলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে না। সেই কারণে অভিযোগ থাকলেও কোনও ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। কিছু কিছু লোকের কারণে বিচারব্যবস্থা কলুষিত হচ্ছে। বাকি কারও কাজ নিয়ে আমাদের আপত্তি নেই।’

Anubrata Mondal : পিছিয়ে গেল অনুব্রতর জামিনের শুনানি, ২১ জুলাইতেও কেষ্ট থাকবেন তিহাড়ে
অভিষেকের এই মন্তব্য নিয়ে সব মহলে শোনা গিয়েছে নিন্দার সুর। এমনকী হাইকোর্টে এই মামলার আবেদনও হয়েছে। যদিও নাম নাা করে অভিষেকের মন্তব্যের নিন্দা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি অধ্যাপকদের শ্রদ্ধা করি। যেসব রাজনৈতিক দলের নেতারা আদালত ও বিচার ব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি না। সুপ্রিমো বিচার ব্যবস্থা নিয়ে কখনও কোনও বিরূপ মন্তব্য করেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *