দেখতে দেখতে ৫০০ পর্ব পূর্ণ করল গৌরী এল ধারাবাহিক (Gouri Elo Bengali Serial)। সিরিয়ালের শুরু থেকেই এই ধারাবাহিকের প্রতি দর্শকদের ভালোবাসা ছিল চোখে পড়ার মতন। এই মাইলস্টোন পেরোনোর জন্যে এলাহি সেলিব্রেশনে সেটে। ছুট্টে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরা থেকে কেকে কামড়। প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি হল আমাদের। এই স্পেশাল মুহূর্তে খুশি জি-র বিজনেস হেড সম্রাট ঘোষও। দেখুন সেই ভিডিয়ো আর বিনোদন সংক্রান্ত আরও এইরকম ভিডিয়ো দেখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটাল এবং ভিডিয়ো অনলি প্ল্যাটফর্ম https://bengali.timesxp.com/-এ।