এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক চিরঞ্জিত কার্জির বাড়িতে এলে মন্ত্রীর সামনেই ছেলে রাজনীতি সঙ্গে যুক্ত ছিল না বলে অকপট মন্তব্য করে বসলেন চিরঞ্জিতের মা। তিনি আরও বলেন, ‘যেহেতু এই সময়ে তেমন কোনও কাজ ছিল না, তাই অর্থের বিনিময়ে চিরঞ্জিত তৃণমূলের পতাকা লাগাতে গিয়েছিল। আর সেই সময়ই কেউ বা কারা তাঁর ছবি তুলে রাখে।’
এমনকি তিনি ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও আবেদন জানান। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা। ওই দিনই গুলিতে মৃত্যু হয়েছিল দিনহাটা ভিলেজ ওয়ানের চিরঞ্জিত কার্জির। চিরঞ্জিতের গুলি লাগার সঙ্গে সঙ্গেই প্রথমে দিনহাটা হাসপাতালে BJP-র তরফ থেকে দাবি করা হয়েছিল চিরঞ্জিত BJP-র কর্মী।
এদিকে, পরবর্তীতে চিরঞ্জিতের তৃণমূলের পতাকা লাগানো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল দাবি করেছিল চিরঞ্জিত তৃণমূলের কর্মী। আর তারপরেই মৃত্যুর দিন থেকে চিরঞ্জিতের মা বরাবর দাবি করে এসেছিলেন তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আর ওই একই কথা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনেও অকপটে বললেন গুলিতে মৃত চিরঞ্জিতের মা।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক অবশ্য বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই চাই। এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখন রাজনীতি করার সময় নয়। আর সবকিছুতে রাজনীতি টেনে আনতেও নেই। এই মুহূর্তে চিরঞ্জিতের পরিবারের মানসিক অবস্থা ভালো নেই। এখন দরকার তাঁদের পাশে দাঁড়ানোর। সেটাই আমরা করছি। সব থেকে বড় কথা একজন মায়ের কোল খালি হয়ে গেল। এর থেকে খারাপ কিছুই হয়না। আমরা এই মায়ের সন্তানকে আর ফিরিয়ে দিতে পারব না। তাই সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যেই আমার একটাই বক্তব্য, এই ধরনের হিংসা বন্ধ হোক। তাতে আর কোনও মায়ের কোল খালি হবে না।’
তাৎপর্যপূর্ণভাবে এদিন মৃত চিরঞ্জিতের BJP-র সঙ্গে যোগের বিষয়টি এড়িয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।