Asansol News : নেই স্কুলে যাতায়াতের রাস্তা, পথের দাবিতে অবরোধ পড়ুয়াদের – asansol primary school students are in protest for bad road condition


স্কুলে যাতায়াতের জন্য নেই ভালো রাস্তা। তাই রামডি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যাতায়াতের রাস্তার দাবি জানিয়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তায় রামডি কালি মন্দিরের সামনে পথ অবরোধ করল খুদে পড়ুয়ারা। স্থানীয় সূত্রে জানা যায়, দেন্দুয়া রামডি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নেই। ফাঁকা মাঠ যার মালিক সীতারাম মাহাতো, তাঁর জমির উপর দিয়ে যাওয়া আসা করে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা।

তবে বর্তমানে সেই জমিতে বাউন্ডারির কাজ শুরু করেছেন জমির মালিক। আর তারই জেরে শুরু হয়েছে বিবাদ। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ প্রায় এক ঘণ্টা আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। অবশেষে সালানপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পুলিশের থেকে পাওয়া আশ্বাসে পথ অবরোধ তুলে নেন শিক্ষক ও পড়ুয়ারা।

Bhatpara Municipality Land : রাস্তা আটকে ঝাঁ চকচকে পার্ক পুরসভার! জমি দখলের অভিযোগ, আদালতের দ্বারস্থ বৃদ্ধা
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুধা দেবী এই বিষয়ে বলেন, ‘বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য কোনও রাস্তা নেই। প্রথম থেকেই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয়। তবে এই রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর সমস্যা হয়েছে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের। তারই জেরে আজ পথ অবরোধ করা হয়েছিল। তবে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে তারা সঠিক বিচার করবে।’

Kalyani Expressway : সম্প্রসারণের ফলে বেহাল রাস্তা, কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ বাসিন্দাদের
তবে জমির মালিক সীতারাম মাহাতো বলেন, ‘এটা আমার নিজস্ব জমি। তাই আমার জমির উপর রাস্তা তৈরি করতে হলে তার সঠিক মূল্যটি দেওয়া হোক। তবে আমি রাস্তা ছাড়তে তৈরি। আমি বুঝতে পারছি এতদিন ধরে এই জমির উপর দিয়েই সবাই যাতায়াত করত। কিন্তু এই মুহূর্তে আমার দরকারেই আমি জমিতে পাঁচিল দিতে শুরু করেছি। তাই এখানে আমার কিছু করার নেই।’

ওই স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষিকা সকলেই দীর্ঘ দিন ধরে ওই জমি দিয়ে যাতায়াত করছেন। কিন্তু ওই রাস্তায় পাঁচিল উঠে গেলে স্কুলে যাতায়াতের আর কোনও পথই থাকবে না। এই অবস্থায় অন্তত হেঁটে যাতায়াত করার জন্য তিন ফুট জায়গা ছেড়ে দেওয়ার জন্য ওই ব্যক্তির কাছে অনুরোধ করা হয়েছে।

Bankura News : রাস্তা তো নয়, মরণফাঁদ! সংস্কারের দাবিতে পথ অবরোধ বাঁকুড়ায়
তবে স্কুলের দাবি, জমির মালিক তা মানতে না চাইলে তারা রাস্তা অবরোধ করে। তবে জমির মালিক জানান তাদের জমির ন্যায্য মূল্য দিলে তারা জমি দিতে পারবেন। নাহলে তারা জমি ছাড়তে পারবেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *