‘আজ তো সব ফ্রি…!’ পাঁচিল টপকে ঢুকল শয়ে শয়ে মানুষ, হুলস্থূল ইকো পার্কে


Eco Park : একুশে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শহরে এসেছিলেন লাখো মানুষ। কিন্তু তার মধ্যে অনেকেই এদিন নির্দিষ্ট সময়ের পৌঁছতে পারেননি সভাস্থলে। আর তাই যানবাহন ফিরিয়ে সময় কাটাতে শহরের নানা প্রান্তের পাশাপাশি ইকো পার্কে ভিড় জমান শাসকদলের কর্মী, সমর্থকরা। আর এই বিপুলসংখ্যক মানুষের চাপ সামাল দিতে রীতিমতো হুলস্থুল কাণ্ড ইকো পার্কে। পাঁচিল টপকে নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে ইকো পার্কে ঢুকে গেলেন কয়েক হাজার কর্মী সমর্থক।

21 July TMC Sahid Diwas Rally: চন্দ্রযানে খোদাই লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী! একুশের সভায় অভিনব &amp#39;রকেট&amp#39;
ভিড়ের চাপ সামলাতে এদিন নাকানি-চোবানি খেতে হল ইকোপার্কের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদেরও। অনেকেই আবার লাইন দিয়ে টিকিট কেটে ঢুকলেও, দূরদূরান্ত থেকে আসা কর্মী সমর্থকরা বললেন শহিদ দিবস, তাই দিদি সবকিছু ফ্রি করে দিয়েছেন। আর তাই বিনা টিকিটে ইকোপার্ক দর্শনে হাজির বাঁকুড়া, মেদিনীপুর, সুন্দরবন সহ রাজ্যের নানা প্রান্ত থেকে আশা কয়েক হাজার কর্মী-সমর্থকরা।

Mamata Banerjee: কড়া নিরাপত্তায় ২১-র মঞ্চে পৌঁছলেন মমতা, পঞ্চায়েতে বিপুল ভোটে জয়ের পর কী বার্তা নেত্রীর?
এদিন শহরের নানা প্রান্তে দেখা যায় কর্মী সমর্থকদের রাস্তার পাশে বসে পিকনিকের মেজাজে খাওয়া-দাওয়া সারতেও। শহিদ দিবসের অনুষ্ঠানে যখন বক্তব্য রাখছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই শহরের অপর প্রান্ত ইকোপার্কে চলছে ধুমধুমার কাণ্ড। যা সামাল দিতে রীতিমতো ঘেমে নিয়ে এক সার হলেন ইকো পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও।

Mamata Banerjee 21 July TMC Sahid Diwas: একুশের সকালে মমতার বাড়ির সামনে সশস্ত্র সন্দেহভাজন! গ্রেফতার করল পুলিশ
কেউ ইকো পার্কের গ্রিল টপকে ঢুকে পড়লেন ভেতরে। এমন চিত্র দেখে হতবাক হয়ে গেলেন সকলে। এক সময় হাল ছেড়ে দিতেও দেখা যায় নিরাপত্তা কর্মীদের। দিনটি শহিদ দিবস হলেও এহেন তৃণমূল কর্মী সমর্থকরা দিনটি কাটালেন ইকোপার্ক ঘুরে মাংস-ভাত সহযোগে পিকনিকের মুডে।
এদিন ইকো পার্কের কাছে আসা এক তৃণমূল সমর্থক বলেন, ‘ আজকে এত বড় সমাবেশের দিন অনেকেই এসেছেন। কলকাতা ঘুরে দেখার তো সব সময় সুযোগ হয় না। তাই অনেকে শৃঙ্খলা ভঙ্গ করে ইকো পার্কে ঢুকতে গিয়েছিলেন। ছোটখাটো অশান্তি হয়।’ ইকো পার্কের এক কর্মী বলেন, ‘অনেকে টিকিট না কেটে ঢুকতে যাওয়ার কারণেই সমস্যা সৃষ্টি হয়।’

TMC Shahid Diwas 2023 : সেন্ট্রাল পার্ক থেকে ধর্মতলায় পথে ২৫ হাজার

গোটা শহরই ছিল আজ অকাল পিকনিকের মুডে। শুধুমাত্র ইকো পার্ক নয়, কলকাতায় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, বাবুঘাট চত্বরেও প্রচুর মানুষের সমাগম হয় এদিনের সমাবেশের আগেই। তবে ইকো পার্কের এই ঘটনা অনভিপ্রেত বলে মনে করছেন অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *