একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মুখে শহিদ সমাবেশে আগত তৃণমূল কর্মী-সমর্থদের জন্য আয়োজিত খাবারের মেনু প্র্রসঙ্গ শোনা যায়। রসিকতা করে প্রধান বিচারপতি বলেন, ‘সংবাদমাধ্যম থেকে ২১ জুলাইয়ের মেনু সম্পর্কে জানলাম। আমাদের তুলনায় অনেক ভাল মেনু।’
প্রধান বিচারপতির মুখে শহিদ সমাবেশ প্রসঙ্গ শুনে কেন্দ্রীয় সরকারের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান ছুটির দিন করা ভালো। তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়। আদালতে সময়ে পৌঁছনোর জন্য আমি সকাল ৮টা ১৫-তে বেরিয়েছি।’ একথা শুনে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘স্কুল সব বন্ধ!’ বিচারপতির প্রশ্নের জবাবে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ‘না, অনেক স্কুলে পরীক্ষা হচ্ছে। ছাত্রছাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।’
এদিন কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী আরও চার সপ্তাহ রাজ্যে রেখে দেওয়া সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই নিয়ে আদালতে আবেদন করছিলেন। শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ‘ভোট গণনার পর আরও ১০ দিন বাহিনী রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এখন আর আদালত এই কথা বলতে পারবে না। কেন্দ্রকে জানাতে হবে, তারা আর চার সপ্তাহ বাহিনী মোতায়েন করে রাখতে পারবে কি না। এই নিয়ে আদালতে রিপোর্ট পেশ করতে হবে।’ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা ২২ জুলাই শেষ হচ্ছে। আগামী সোমবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, তৃণমূলের ২১ শে জুলাইয়ের মেনু বরাররই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও তৃণমূল কর্মীদের জন্য ছিল নানা ধরনের মেনু। এই নিয়ে শাসকদলকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছে। এবারও অনেকে ‘ডিম্ভাত’ নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে।