যাতে করে যে সমস্ত জায়গায় ডেঙ্গির মশার লার্ভা জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলিকে নষ্ট করা যায়। পাশাপাশি যাদের এই সময় জ্বর হচ্ছে, তাদেরকে সাবধানে থাকতে বলা হচ্ছে। বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে সঠিক সময় ডেঙ্গি চিহ্নিত করা যায়। যদিও জানা গিয়েছে, যারা আক্রান্ত হয়েছেন অর্থাৎ সেই ১৪ জন আপাতত অনেকটাই সুস্থ। তবে তাদের সর্বক্ষণ মশারির ভেতরে থাকতে বলা হয়েছে। যাতে করে ডেঙ্গির জীবাণু আর ছড়াতে না পারে, সেজন্য স্টেট আরবান ডেভেলপমেন্টের পতঙ্গবিদ বিশ্বরূপ মিত্র ছিলেন এই সার্ভেতে।
বর্ষার সময় ডেঙ্গি নিয়ে সচেতন থাকতে বলা হচ্ছে শহরবাসীকে। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে বলা হচ্ছে। পাশাপাশি কোথাও যাতে জল জমে না থাকে, সে বিষয়ে আবেদন করা হয়েছে। অন্যদিকে শহরে একসঙ্গে ১৪ জনের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তা বাড়িয়েছে মানুষ এবং প্রশাসনের।এদিকে এই বিষয়ে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন, ‘ডেঙ্গির খবর পাওয়ার পর থেকেই কর্পোরেশন অত্যন্ত তৎপর হয়েছে। স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি অত্যন্ত বিচলিত। তাঁদের প্রতিনিধি এসেছেন।
বিভিন্ন নর্দমা থেকে শুরু করে অন্যান্য অপরিষ্কার জায়গাগুলিকে পরিষ্কার করানো হচ্ছে। কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর থেকে আশা কর্মী, সাফাই কর্মীরা সকলে ডেঙ্গি মোকাবিলায় মাঠে নেমেছেন। যারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, তাদের একটি কার্ড দেওয়া হয়েছে। আগামী ৮ দিন তাদের শারীরিক অগ্রগতি, অবনতির রিপোর্ট সেখানে দেওয়া থাকবে।
আপাতত ১৪ জনের রিপোর্ট ধরা পড়লেও, শহরে আরও দু এক জায়গায় আশঙ্কা রয়েছে বলেও খবর’। তবে সাধারণ মানুষকে সাবধান থাকা এবং ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। তবে এটা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার কথাও বলেছেন তিনি।

 
                     
                     Dengue Symptoms : ডেঙ্গি বাড়লেও হোলদোল নেই জনতার! কী কী পদক্ষেপ শান্তিপুর পুরসভার?
Dengue Symptoms : ডেঙ্গি বাড়লেও হোলদোল নেই জনতার! কী কী পদক্ষেপ শান্তিপুর পুরসভার? Ballot Eaten By TMC : পড়ুয়ারা রাজনীতির শিকার? ব্যালট ভক্ষণ নিয়ে অশোকনগর স্কুলে প্রতিবাদের ঘটনায় নতুন বিতর্ক
Ballot Eaten By TMC : পড়ুয়ারা রাজনীতির শিকার? ব্যালট ভক্ষণ নিয়ে অশোকনগর স্কুলে প্রতিবাদের ঘটনায় নতুন বিতর্ক Panchayat Learning Centre : জিতলেই হবে না, পড়াশোনাও করতে হবে! পঞ্চায়েত লার্নিং সেন্টার হচ্ছে জেলায় জেলায়
Panchayat Learning Centre : জিতলেই হবে না, পড়াশোনাও করতে হবে! পঞ্চায়েত লার্নিং সেন্টার হচ্ছে জেলায় জেলায় Bardhaman Weather : সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি? জানুন ২ বর্ধমানের আবহাওয়ার পূর্বাভাস
Bardhaman Weather : সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি? জানুন ২ বর্ধমানের আবহাওয়ার পূর্বাভাস