কলকাতায় প্রমোশনে এসে ঝুমকার তালে ঠুমকায় মাত দিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। শহরের একটি পাঁচ তারা হোটেলে সাংবাদিক বৈঠকের পর স্টেজে হইচই ফেলে দিলেন আলিয়া-রণবীর। তাঁদের নতুন ছবি রকি অউর রানি কি প্রেম কাহানির সুপারহিট গান ঝুমকার সঙ্গে দুরন্ত পারফর্মেন্সে জিতে নিলেন কলকাতার মন। বলিউডে পরিচালক হিসেবে ২৫ বছর পূর্ণ করছেন করণ জোহর। ধর্মা প্রোডাকশনের এই ছবি ঘিরে ইতোমধ্যেই হাইপ আকাশ ছোঁয়া। এই ছবির বাড়িতি পাওনা টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।ছবিতে আলিয়া ভাটের মা-বাবার ভূমিকায় দেখা যাবে টোটা ও চূর্ণীকে। তাঁদের সঙ্গেই প্রেস মিটে বসেছিলেন দুই তারকা। ছবি মুক্তি পেতে চলেছে ২৮ জুলাই। সোশ্যাল মিডিয়ায় যে প্রত্যাশা তৈরি হয়েছে বক্স অফিসে তার প্রতিফলন পড়বে তো? বড় প্রশ্ন এখন সেটাই। তবে বিনোদনের খবরে আপনাদের প্রত্যাশা আমরা নিশ্চয় মেটাব। তার জন্যে আপনারা নজর রাখুন এই সময় ডিজিটালে।