‘আরও এক দুর্নীতি ফাঁস করব…’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু


রাজ্যে ফের এক দুর্নীতির পর্দা ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে এই ব্যাপারে সাংবাদিকদের ইঙ্গিত দেন তিনি। এমনকি এই দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত আছেন বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।

Suvendu Adhikari : &amp#39;পশ্চিমবঙ্গকে বাঁচানোর চেষ্টা করছি&amp#39;, দিল্লি থেকে ফিরে মন্তব্য শুভেন্দুর
শুভেন্দু অধিকারী এদিন জানান, সরকারি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা Webel এবং WBTL এ দুর্নীতি হয়েছে। এই দুই সংস্থার টেন্ডার সংক্রান্ত কিছু বিষয় দুর্নীতি হয়েছে বলে দাবি তাঁর। তাঁর কথায়, ‘ আগামীকাল, শুক্রবার আরেকটা দুর্নীতির কথা আমি আপনাদের জানাবো। এই দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত রয়েছেন। Webel এবং WBTL কিছু টেন্ডারের নথি আমার কাছে রয়েছে।’

Suvendu Adhikari: সিলেবাসে লোকসভার রোডম্যাপ, ফের শাহ তলবে দিল্লিতে শুভেন্দু অধিকারী
এর আগে সরকার পড়ে হওয়ার দিনক্ষণ বলে দেওয়া থেকে শুরু করে ৩৫৫ ধারা জারি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করেছেন তিনি। এবার সরকারের আরও এক দুর্নীতির পর্দা ফাঁস করবেন তিনি বলে জানালেন। প্রসঙ্গত, দুদিন আগেই Webel সংস্থার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে

Calcutta High Court : তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচির বিরুদ্ধে আদালতে শুভেন্দু, দ্রুত শুনানির আবেদন নামঞ্জুর
পাশাপাশি, নন্দীগ্রাম ইস্যুতেও এদিন সরব হন শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় বিজেপি পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বিষয়টি আলোচনার প্রসঙ্গ তুললে নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন নিয়ে সরাসরি মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে তিনি জানান, নন্দীগ্রাম বিধানসভায় লোডশেডিং করে তাঁকে হারিয়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

Suvendu Adhikari : ‘ভালো ভোট করিয়েছেন’! বিডিও অফিসে মিষ্টি আর কালো গোলাপ!

সেই মন্তব্যের পালটা জবাব দেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ওই বিল্ডিং আরও দুটি বিধানসভা মহিষাদল, এবং হলদিয়া কেন্দ্রের গণনা হয়েছিল। সেখানে একটায় বিজেপি, একটায় তৃণমূল জিতেছিল। বাকি দুটি আসন নিয়ে কোনও আপত্তি তোলা হয় না কেন বলে প্রশ্ন তোলেন শুভেন্দু।
অন্যদিকে, লোডশেডিংয়ের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মামলা করা হয়েছিল। সেই মামলা নিজেই তোলেন না বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ তাঁর। শুভেন্দু বলেন, ‘ আপনি নিজেই তো মামলা তোলেন না। আমি তো মামলা করিনি। কারণ আপনার পুরোটাই কানে শোনা, চোখে দেখা আপনার কিছু নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *