Hooghly News : ভিনরাজ্যে রহস্যমৃত্যু হুগলির ছাত্রের, খুনের অভিযোগ পরিবারের – hooghly student died fell from hostel roof in bihar


Student Death : ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পাড়ি দিয়েছিলেন বিহারের মুজাফফরপুর। রাজেন্দ্র প্রসাদ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হন শেওড়াফুলির জগবন্ধু মুখোপাধ্যায় লেনের বছর ২১-এর সুরম্য সাঁতরা। কলেজেরই হস্টেলে থেকেই পড়াশোনা করতেন সুরম্য। গত ২৭শে জুলাই মধ্য রাতে কলেজ থেকে ওই ছাত্রের পরিবারকে ফোন করে বলা হয়, রাত তিনটে নাগাদ হস্টেলের ৩ তলার ছাদ থেকে পড়ে গিয়েছে সুরম্য। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় প্রশান্ত মেমোরিয়াল চ্যারিটেবেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

B Tech Student Death : ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু! ভিনরাজ্য থেকে দেহ ফিরতে চোখের জলে ভাসল মেদিনীপুর
ছেলের মৃত্যু সংবাদ শোনার পরেই পূর্বা এক্সপ্রেস ধরে মৃতের বাবা ও কাকা বিহার পৌঁছে যান। কিন্তু মুজাফফরপুর হাসপাতালে পৌঁছনোর আগেই পাটনা কলকাতা হাইওয়ের বক্তিয়ারপুর এলাকায় রাস্তায় অ্যাম্বুল্যান্সে ছাত্রের নিথর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সুরম্যর আত্মীয় তিলকচন্দ্র মুখোপাধ্যায় বলেন, ‘রাত তিনটে নাগাদ ইউনিভার্সিটির পক্ষ থেকে ছাত্রের পরিবারকে ফোন করে জানানো হয় ছাদ থেকে পড়ে গিয়েছে সুরম্য। কি কারণে পড়ে গেল জানতে চাওয়া হলে তখন তাঁরা জানান, কিছুক্ষণের জন্য কলেজে বিদ্যুৎ সংযোগ ছিল না।

North 24 Parganas News : অমানবিকতার নজির! নৈহাটি প্ল্যাটফর্মে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধের সঙ্গে ‘দুর্ব্যবহার’, সরব পুরপ্রধান
সেই সময় কয়েকজন বন্ধু মিলে তিন তলার ছাদের উপরে গিয়েছিল। সেখান থেকেই পড়ে যায় সুরম্য। যদিও কিভাবে পড়ে গেল, তা নিয়ে কেউই কিছু মুখ খুলতে চাইছেন না । পরেরদিন ছাত্রের পরিবার বিহারের উদ্দেশ্যে রওনা দেয়। পাটনা স্টেশনে নামার পরে সেখানে ইউনিভার্সিটি পক্ষ থেকে একটি গাড়ি রাখা থাকে।

Heart Attack : ফিনিশিং লাইন পেরনোর আগেই সব শেষ, ম্যারাথন ট্র্যাকেই হার্ট অ্যাটাক পড়ুয়ার
সেই গাড়িতে করেই তাঁদের নিয়ে যাওয়া হবে বলা হয়। ছাত্রের পরিবারকে গাড়িতে করে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় হঠাৎই কলকাতা পাটনা হাইওয়ের ধারে পাটনা থেকে ১৫ কিলোমিটার দূরে এবং ঘটনাস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে দেহ ময়নাতদন্ত করে ছাত্রের পরিবারের হাতে তুলে দেওয়া হয়’।

IIM Bangalore Student Heart Attack : দুপুরে আচমকাই হার্ট অ্যাটাক, মুহূর্তে মৃত্যু পড়ুয়ার
তিলকচন্দ্র আরও বলেন, ‘ছাত্রের ফোন সহ অন্যান্য জিনিস এখনও পরিবারকে দেওয়া হয়নি। যেভাবে উপর থেকে পড়েছে তা থেকে মনে হচ্ছে কেউ পিছন দিক থেকে ঠেলে ফেলে দিয়েছে। কারণ চিৎ হয়ে পড়ে থাকায় মুখের সামনের অংশে কোন আঘাতের চিহ্ন নেই।

Purulia News : মত্ত অবস্থায় সন্তানদের লাঠি দিয়ে বেধড়ক মার! প্রাণ গেল ৭ বছরের মেয়ের
তাই এটা দেখে বোঝা যাচ্ছে কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে। সঠিক তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানাচ্ছি আমরা’। মৃত ছাত্রের বাবা সুশান্ত সাঁতরা বলেন, ‘ঘটনাস্থলে কয়েকজন সিনিয়র ছাত্র ছিল। তাঁরা বারবার বোঝানোর চেষ্টা করছিল এটা নিছক দুর্ঘটনা।

কলেজ খুব দ্রুত সব রকম ব্যবস্থা নিয়েছে। একটা সাদা কাগজে ছেলের নাম লিখে দিয়ে দেয় পুলিশ’। বিহার থেকে মৃতদেহ নিয়ে এসে আজ শেওড়াফুলির শ্মশান ঘাটে দাহ করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্রের পরিবারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *