আদালত প্রশাসনকে বাড়িতে ফেরানোর নির্দেশ দেয়। সেই মতো আজ তাঁদের বাড়ি ফেরানো হয়। উপস্থিত ছিলেন BJP নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিন তৃণমুলকে কুকুরের সঙ্গে তুলনা করেন তিনি। যেভাবে রাজ্যের বদনাম চারদিকে ছড়িয়ে পড়ছে তা তুলে ধরেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ‘তৃণমূলের লজ্জা বলে কিছুই নেই। বারবার কোর্টে তাঁরা অপদস্থ হয়, তাও একই কাজ করে বেড়ায়। এই পরিবারটি গত ২২-২৩ দিন ধরে বাড়ি ফিরতে পারেনি। আদালতের মাধ্যমে নিজের বাড়িতে পা রাখতে হচ্ছে। এর থেকে খারাপ আর কিছু হয়না।
বাইরের রাজ্যের মানুষ এসব ঘটনা শোনেন, ও শুনে আমাদের রাজ্যের বদনাম করেন। এই তৃণমূল রাস্তার কুকুরদের থেকেও বাজে’। তারপরেও কোনও পরিবর্তন হয়নি বলে তাঁর অভিযোগ। এদিকে, বাড়ি ফিরলেও আতঙ্কের মধ্যে হাওলাদার পরিবার। তাঁদের উপর যেকোনও সময় হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ওই পরিবার।
প্রার্থী হওয়ার পর থেকে তাঁদের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ। এমনকি প্রচারও করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন কনকী হাওলাদার। প্রশান্ত হাওলাদার এই বিষয়ে বলেন, ‘বাড়ি ফিরে এলাম ঠিকই। কিন্তু আতঙ্ক তাড়া করছে।
যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, তাতে আর কোনও কিছুতেই ভরসা রাখতে পারছি না। পুলিশ তো আর সবসময় থাকবে না। রাতের অন্ধকারে যদি এসে হামলা চালায় তাহলে কি যে হবে কিছুই জানিনা’।
যদিও সবরকমভাবে হাওলাদার পরিবারের পাশে থাকার কথা জানিয়ে গিয়েছেন নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিকে, ওই পরিবারকে হুমকি দেওয়া বা হামলা করার অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘এমন কোনও ঘটনাই ঘটেনি’।
