BJP Candidate : ভোটের রেজাল্ট বেরোতেই খুনের হুমকিতে ঘরছাড়া! ২৩ দিন পর বাড়ির পথে BJP-প্রার্থীর পরিবার – bjp candidate family evicted after receiving death threats after declaration of panchayat results finally returned home after 23 days


রাজ্যে পঞ্চায়েত ভোট পার হওয়ার প্রায় ২৩ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। তা সত্ত্বেও বিরোধী দলের নেতা কর্মীদের মন থেকে দূর হচ্ছে না আতঙ্ক। পঞ্চায়েত ভোট থেকে এতদিন ঘরছাড়া থাকার পর আদালতের নির্দেশে মঙ্গলবার বাড়িতে ফিরলেন BJP-র পঞ্চায়েত প্রার্থী ও তাঁর পরিবার। বারুইপুর পুর্ব বিধানসভা এলাকার বেলেগাছি পঞ্চায়েতের বিদ্যাধরপল্লীর বাসিন্দা প্রশান্ত হাওলাদার ও তাঁর স্ত্রী কনকী হাওলাদার। কনকী হাওলাদার ৯৮ বুথে BJP-র পঞ্চায়েতের প্রার্থী ছিলেন। ভোটের ফল বের হওয়ার পরেই তৃণমূলের খুনের হুমকির জেরে সপরিবারে বাড়িছাড়া হন বলে অভিযোগ। বাড়ি ফিরতে আদালতে মামলা করেছিলেন তাঁরা।

Howrah News : BJP-র মহিলা প্রার্থীকে নিগ্রহ! নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
আদালত প্রশাসনকে বাড়িতে ফেরানোর নির্দেশ দেয়। সেই মতো আজ তাঁদের বাড়ি ফেরানো হয়। উপস্থিত ছিলেন BJP নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিন তৃণমুলকে কুকুরের সঙ্গে তুলনা করেন তিনি। যেভাবে রাজ্যের বদনাম চারদিকে ছড়িয়ে পড়ছে তা তুলে ধরেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ‘তৃণমূলের লজ্জা বলে কিছুই নেই। বারবার কোর্টে তাঁরা অপদস্থ হয়, তাও একই কাজ করে বেড়ায়। এই পরিবারটি গত ২২-২৩ দিন ধরে বাড়ি ফিরতে পারেনি। আদালতের মাধ্যমে নিজের বাড়িতে পা রাখতে হচ্ছে। এর থেকে খারাপ আর কিছু হয়না।

Sujan Chakraborty : জনসংযোগে জোর, তৃণমূলের ‘দখলদারি’ রুখতে নয়া কৌশল বামেদের
বাইরের রাজ্যের মানুষ এসব ঘটনা শোনেন, ও শুনে আমাদের রাজ্যের বদনাম করেন। এই তৃণমূল রাস্তার কুকুরদের থেকেও বাজে’। তারপরেও কোনও পরিবর্তন হয়নি বলে তাঁর অভিযোগ। এদিকে, বাড়ি ফিরলেও আতঙ্কের মধ্যে হাওলাদার পরিবার। তাঁদের উপর যেকোনও সময় হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ওই পরিবার।

Cooch Behar News : দিনহাটায় BJP কর্মীর দোকানে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জখম ৩
প্রার্থী হওয়ার পর থেকে তাঁদের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ। এমনকি প্রচারও করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন কনকী হাওলাদার। প্রশান্ত হাওলাদার এই বিষয়ে বলেন, ‘বাড়ি ফিরে এলাম ঠিকই। কিন্তু আতঙ্ক তাড়া করছে।

Panchayat Election Violence : ‘NIA তদন্ত চাই’, রিপোর্ট পেশ করেই দাবি BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির
যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, তাতে আর কোনও কিছুতেই ভরসা রাখতে পারছি না। পুলিশ তো আর সবসময় থাকবে না। রাতের অন্ধকারে যদি এসে হামলা চালায় তাহলে কি যে হবে কিছুই জানিনা’।

যদিও সবরকমভাবে হাওলাদার পরিবারের পাশে থাকার কথা জানিয়ে গিয়েছেন নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিকে, ওই পরিবারকে হুমকি দেওয়া বা হামলা করার অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘এমন কোনও ঘটনাই ঘটেনি’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *