Siliguri News : ট্রেনের শৌচাগারে উদ্ধার পাখি-মাছ-কুকুর! ছুটে এল রেল পুলিশ, ব্যাপারটা কী?


ট্রেনের শৌচাগারে পাচারের চেষ্টা হচ্ছিল পাখি, কুকুর ও মাছ। গোপন সূত্রের খবর পেয়ে পাচারের ছক ভেস্তে দিল বন দফতর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা রেল স্টেশনের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ঘটনায় ৩ জনকে আটক করেছে বন দফতর। উদ্ধার করা হয়েছে পাখি, কুকুর ও মাছগুলিকে।

অভিযোগ, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের শৌচাগারের মধ্যে পাচার করা হচ্ছিল প্রচুর পরিমান পাখি ও মাছ। সঙ্গে ছিল কুকুরও। গোপন সূত্রে বিষয়টি জানতে পারে বন দফতর। এরপর ট্রেনটি বাগডোরা রেল স্টেশনে পৌঁছালে হানা দেয় বন দফতরের আধিকারিকরা। ট্রেনের একটি কামড়ার শৌচাগার থেকে উদ্ধার হয় ওই পাখি ও প্রাণীগুলি। কার্শিয়াঙ রেঞ্জের এডিএফ‌ও ভূপেন বিশ্বকর্মা ও বাগডোগরার রেঞ্জার সমীরণ রাজ ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলি উদ্ধার করেন। এই বিষয়ে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে বন দফতর ও আরপিএফ। কিন্তু ওই ৩ জনের কাছ থেকে সঠিক কোনও উত্তর না পেয়ে আটক করা হয় তাদের।

Hilsa Fish: নামখানায় ট্রলারে ইলিশ ছেড়েই পগারপার মৎস্যজীবীরা, ‘অনাথ’ মাছেদের কী হল জানেন?
এই ঘটনায় বন দফতরের এক আধিকারিক জানান, ‘যে ভাবে নিয়ে এসেছে দেখে ঠিক মনে হচ্ছে না। ট্রেনের বাথরুমে নিয়ে এসেছে। আমরা আরপিএফ-কেও জানিয়েছি। ওরাও পদক্ষেপ করেছে। আমার ভেরিফিকেশন করে দেখছি। যেহেতু ট্রেন থেকে নিয়ে এসেছি তাই আমার ওদের জানিয়েছি।’

West Bengal Latest District : বাবার সঙ্গে বন্ধুত্ব করে ছেলেকে অপহরণ, ফিল্মি কায়দায় শিশুকে উদ্ধার পুলিশের
প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভার অধিবেশন শেষে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, বন‌্য হোক বা টিয়া, কাকাতুয়ার মতো পাখি বাড়িতে পোষা যাবে না, খাঁচাতেও আটকে রাখা যাবে না, উড়িয়ে দিতে হবে মুক্ত আকাশে। নিয়ম তৈরি হয়ে গিয়েছে। অগাস্টের শেষেই হয়তো এই নিয়ম লাগু হয়ে যাবে। এমনকী যে সমস্ত বাড়িতে পাখি আছে, তাদেরও ছেড়ে দিতে হবে বলে জানান জ্যোতিপ্রিয়।

Hilsa Fish : ডায়মন্ড হারবার থেকে উদ্ধার ১ কুইন্টাল খোকা ইলিশ, তোলা হবে নিলামে
জ্যোতিপ্রিয় মল্লিকের আরও দাবি, দেশি পাখি রাখা না গেলেও বিদেশী পাখির ক্ষেত্রে কিছু ছাড় থাকছে। যদিও তার জন‌্য বনদফতর থেকে ছাড়পত্র নিতে হবে। ১৫ হাজার টাকা জমা দিতে হবে ফি বাবদ। প্রজননের জন‌্য ওই পাখি বাড়িতে রাখা গেলেও কোনও মেলা বা তাদের নিয়ে কোনও প্রদর্শনী করা যাবে না। বনমন্ত্রী জানান, আইনটা লাগু হলে পুরোটা বোঝা যাবে। বিদেশি পাখি বাড়িতে পোষা যাবে। তবে তা দিয়ে মেলা করা যাবে না। বাড়িতে রাখার জন‌্য বনদফতর থেকে ছাড়পত্র লাগবে। পাশাপাশি গৃহস্থ বাড়িতে দেশি পাখি পোষা হচ্ছে কি না সেই বিষয়ে নজরদারি চালাতে কমিটি তৈরি করা হবে বলেও জানিয়েছেন বনমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *