Hooghly News : রমরমিয়ে চলচ্ছিল নকল তেলের কারবার! কয়েক লাখ টাকার সামগ্রী সহ ধৃত ১ – uttarpara police arrest 1 for fake hair oil business


নামী ব্র্যান্ডের জিনিসের নকল বের করে দেওয়া, ভারতবর্ষে যেন জলভাত! এই রাজ্যের হুগলি জেলাতেও চলছিল এই ধরনেরই এক বেআইনি কারবার। উত্তরপাড়ার একটি আবাসনে চলছিল নামী কোম্পানির নকল তেল তৈরির কাজ। অভিযোগ পেয়ে কয়েক লাখ টাকার নকল নারকেল তেল সহ গ্রেফতার হল এক ব্যক্তি। উত্তরপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর স্ট্রিটে একটি আবাসনে রমরমিয়ে চলছিল নকল নারকেল তেল তৈরির কারবার।

অভিযোগ পেয়ে চন্দননগর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আবাসনে অভিযান চালায়। আটক করে ৪৫০ বোতল তেল, বোতল সিল করার যন্ত্র, প্রচুর খালি বোতল এবং তেল তৈরির সামগ্রী। গ্রেফতার করা হয় ভেজাল তেল তৈরির কারবারি গোপাল সাহাকে (৫৫)। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ।

Child Trafficking in Kolkata : IVF-সেন্টারের আড়ালে শিশু ব্যবসার রমরমা কারবার? শহরে পুলিশের জালে ৬ মহিলা
আবাসনের বাসিন্দা জয়দেব বোস বলেন, ‘আমরা কোনোভাবেই টের পাইনি যে গোপালবাবু এরকম নকল তেলের কারবার করছেন। পুলিশ আসার পরেই জানতে পারি। তবে বাইরে থেকে গাড়ি আসতো কিনা তা বলতে পারব না। যদি সে অন্যায় করে থাকে তাই তাঁকে পুলিশ ধরলে সঠিক কাজ করেছে।’

Hooghly News : নামী কোম্পানির নকল করে পণ্য বিক্রির অভিযোগ! সিঙ্গুরে গ্রেফতার ৭ ব্যবসায়ী
এই বিষয়ে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ মুখোপাধ্যায় বলেন, ‘আবাসনের ভিতরেই সেই এই কাজ করত। এর আগেও তাঁকে একবার পুলিশ ধরে ছিল। ব্যক্তিগতভাবে তাঁকে আমি অনেকবার বারণ করেছিলাম, আবাসনের ভিতরে এই রকম কাজ না করার জন্য। আমাকে বলেছিল আমি এসব কাজ বন্ধ করে দিয়েছি। গতকাল পুলিশ আসার পরেই জানতে পারি যে এখানে নকল তেল তৈরি হত। পুলিশ তাঁকে ধরে সঠিক কাজ করেছে।’

চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নামী নারকেল তেল প্রস্তুতকারী সংস্থার তেল নকল করে বাজারে বিক্রি করা হচ্ছে উত্তরপাড়া থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের হয় গত সপ্তাহে। এরপরেই তদন্তে নামে চন্দননগর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গোপন সূত্রে ওই আবাসন নিয়ে পুলিশের কাছে খবর যায়।

New Town : হোটেলে বেহুঁশ যুবক, সর্বস্ব লুটে ধাঁ বান্ধবী
এদিন ওই ব্যক্তিকে গ্রেফতার করার আগে সাদা পোশাকে পুলিশ এসে আবাসনটি ঘুরে দেখে যায় বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে। উল্লেখ্য, গত ২৪ জুলাই মাটির নিচ থেকে জল তোলার মেশিন বিক্রি করা নামী সংস্থার পণ্য নকল করে বিক্রি করার অভিযোগে সিঙ্গুরের সাত ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় বাজেয়াপ্ত করা হয়েছিল ৩০ টি মেশিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *