Jagannath Temple Digha Tour : ভক্তদের জন্য শীঘ্রই খুলবে দিঘার জগন্নাথ মন্দির! বড় ঘোষণা মমতার গুরুত্বপূর্ণ মন্ত্রীর – digha jagannath temple construction work will be completed in one year says minister firhad hakim


পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘাতেও জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শুরু হয় মন্দির নির্মাণের কাজ। এখন সেই কাজ জোরকদমে চলছে। কবে শেষ হবে মন্দির তৈরির কাজ? কবে থেকেই বা ভক্তরা জগন্নাথদেবের দর্শন পাবেন, এই নিয়ে তুঙ্গে ছিল আগ্রহ। কবে শেষ হবে মন্দির তৈরির কাজ, সেই মুখ খুললেন মমতা মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, দিঘাতে নির্মীয়মাণ জগন্নাথ ধাম সংস্কৃতিকেন্দ্রের কাজ এক বছরের মধ্যে শেষ হবে। মন্ত্রী জানিয়েছেন, মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হলে তা দিঘার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। সব মিলিয়ে ওই মন্দির তৈরির জন্য ১৪৩ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Furfura Sharif : দিঘায় ‘জগন্নাথ মন্দির’-এ আরও ৪৩ কোটি, ফুরফুরা শরিফের উন্নয়নে ৫৮ কোটি বরাদ্দ রাজ্যের
২০১৯ সালের দিঘার সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দির তৈরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবছরই তাঁর হাত ধরে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়, শুরু হয় নির্মাণের কাজ। প্রাথমিকভাবে পুরীর আদলে এই মন্দির তৈরির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। পুরীর পর্যটকদের একাংশকে দিঘায় টানতে আগ্রহী সরকার। নিউ দিঘা রেল স্টেশনের কাছে ২০ একর জমির উপর তৈরির করা হচ্ছে এই জগন্নাথ মন্দির।

Puri Jagannath Mandir : পুরীর জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স লুঠ! নগদ টাকা-বহুমূল্য গয়না হাতিয়ে চম্পট দুষ্কৃতীরা
শুরুতে এই মন্দির তৈরির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হলেও পরে বাজেট আরও বেড়েছে। এই মন্দির তৈরির জন্য অতিরিক্ত ৪৩ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম। বিধানসভায় ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রশ্নের উত্তরে পুর ও নগরোয়ন্ন মন্ত্রী বলেন, ‘মন্দির তৈরির খরচ বেড়েছে। মোট ১৪৩ কোটি টাকা খরচ করে তৈরি করা হবে এই মন্দির। আগামী বছর শেষের মধ্যে মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হবে এবং তা জনগণের জন্য খুলে দেওয়া হবে। নির্দিষ্ট সময় অনুযায়ী ও নিয়ম মেনেই এই কাজ চলছে।’

Jagannath Temple Ratna Bhandar : থরে থরে সাজানো সোনাদানা, অবশেষে খুলছে পুরীর রত্ন ভাণ্ডার
৬৫ মিটার উচ্চতার দিঘার এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মূর্তি থাকবে বলেই জানা গিয়েছে। গত বছর মে মাসে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরের নকশা নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয় পুরীর মন্দিরের ধাঁচে এই জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে এবং রাজস্থান থেক বিশেষ ধরনের লাল পাথর এনে তৈরি হচ্ছে এই মন্দির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *