এলাকায় চলে শূকরের ফার্ম। তার জেরে দুর্গন্ধে টেকা দায়। এই বিষয়ে বারংবার প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই দাব। বাধ্য হয়ে এবার ফার্মের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দার। ঘটনটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সাওড়াবেড়িয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট বিট হাউস থানার পুলিশ। এলাকায় রয়েছে উত্তেজনা।

জানা গিয়েছে, বছর চারেক ধরে এলাকায় শূকরের ফার্ম চালান বিমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি। আর ওই বিশাল শূকরের ফার্ম থাকার ফলে দূষন ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার ৭০টি পরিবার। এমনকী এই চাষের ফলে স্থানীয় কয়েকটি পুকুর-সহ কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এর আগে এই বিষয়ে প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বারংবার জানিয়েও কোন ফল হয়নি। এদিন তাই বাধ্য হয়েই বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন তাঁরা। গ্রামবাসীরা এদিন ক্ষিপ্ত হয়ে শূকর ব্যবসায়ী বিমল চন্দ্র দাসের বাড়ি ও ফার্মের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান। পরে ফার্মের একাংশে ভাঙচুর চালান স্থানীয়রা।

Murshidabad News : বন্ধের মুখে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা! আশঙ্কায় ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভে গ্রামবাসীদের
এই বিষয়ে অসীমা দাস নামে এক মহিলা বলেন, ‘বর্ষাকালে এখানে সবসময় গন্ধ-নোংরা। আমার ৪ বছর ধরে এই নোংরা পরিবেশে রয়েছি, আমাদের অস্বস্তি বোধ হচ্ছে এই গ্রামে থাকতে। সবসময় নাক ঢেকে নিঃশ্বাস নিতে হচ্ছে। আমরা বারবার বলছি, অবিলম্বে তুলুন (শূকরের ফার্ম), তাঁরা গ্রাহ্য করছেন না। বলতে গেলেই গালাগালি দেয়, কেন? আমার কি মানুষ নয়? ওই একটা মানুষের জন্য আমার সবাই কি বাড়ি ছেড়ে চলে যাব? তৃণমূলের মদতে এইসব হচ্ছে। আমরা ভেঙে দিয়েছি, অবিলম্বে সব জ্বালিয়ে দেব।’

Nabagram Incident Today : নবগ্রাম থানায় যুবককে ‘পিটিয়ে মারা’য় সাসপেন্ড ওসি, বিভাগীয় তদন্ত আইও-র বিরুদ্ধে
মল্লিকা দাস নামে আরও এক মহিলা বলেন, ‘ব্যবসা রমরমিয়ে চলছে। দুর্গন্ধে আমরা রাস্তা দিয়ে চলতে পারছি না। বলছে ৬ মাসের জন্য ব্যবসা করছি, তারপর তুলে নেব। আমরা ব্যবসা করতে বারণ করিনি, শুধু বলছি অন্য জায়গায় করুন। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে।’ যদি প্রশাসন সুরাহা না করে, তাহলে তাঁরা আইন হাতে তুলে নেবেন বলেও হুঁশিয়ারি দিচ্ছেন মল্লিকা দাস।

Cooch Behar News : কোচবিহারে SP অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি BJP কর্মীদের
বিক্ষোভ ও ভাঙচুরকে কেন্দ্র করে এদিন ব্যপক উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট বিট হাউস থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এখন দেখার কবে গ্রামবাসীদের সমস্যার সমাধান হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *