Abhishek Banerjee Wife: শ্রাবণে শিব ‘শরণে’ রুজিরা, তারকেশ্বর মন্দিরে পুজো অভিষেক পত্নীর – abhishek banerjee wife rujira banerjee visit tarakeshwar temple to offer puja


Rujira Banerjee: পুণ্য মাস শ্রাবণ। কথায় বলে এই শ্রাবণের পুণ্যতিথিতে শিবের মাথায় জল ঢাললে নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এমনই পুণ্য তিথিতে তারকেশ্বরে মহাদেবের দর্শনে দেখা গেল অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তারকেশ্বর মন্দিরে রবিবার পুজো দিতে যান রুজিরা।

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে এগারটা নাগাদ তারকেশ্বর মন্দিরে আসেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের স্ত্রী এদিন মন্দিরে আসায় কড়া পুলিশি নিরাপত্তা ছিল মন্দির চত্বরে। প্রতি ধাপেই কড়া ছিল নিরাপত্তা ব্যবস্থা। এদিন রুজিরার সঙ্গে ছিলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু ও কয়েকজন কাউন্সিলর।
Abhishek Banerjee High Court : ‘ED-কে লিখিতভাবে জানাতে হবে…’, আদালতে পিছোল অভিষেক মামলার শুনানি

মন্দির সূত্রের খবর, আধ ঘণ্টা সময় কাটিয়ে বারোটা নাগাদ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান অভিষেক পত্নী রুজিরা। পরিবারের তরফে তিনি একাই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। এদিন সঙ্গে তাঁর ছেলে বা মেয়েকে দেখা যায়নি। রুজিরাকে সঙ্গ দিতে স্থানীয় তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান ও কয়েকজন কাউন্সিলর ছাড়া কিছু কর্মী সমর্থক আসেন সেখানে। দুধপুকুরে হাত পা ধুয়ে মন্দিরের গর্ভ গৃহের বাইরে থেকেই পুজো দেন।
পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে এসেছিলেন বলেই জানা গিয়েছে। ঘট হাতে ভক্তিভরে শিবের মাথায় জল ঢেলে পুজো দেন রুজিরা। উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য তাঁর সঙ্গে বিদেশে গিয়েছিলেন রুজিরা। ফিরে এসেই তিনি তারকেশ্বর মন্দিরে দর্শনে আসেন বলে খবর।
Jagannath Temple Digha Tour : ভক্তদের জন্য শীঘ্রই খুলবে দিঘার জগন্নাথ মন্দির! বড় ঘোষণা মমতার গুরুত্বপূর্ণ মন্ত্রীর

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে লাখো পুণ্যার্থীর ভিড় জমে। শ্রাবণ মাস শিবের জন্ম মাস ধরা হয় আর সোমবার হল শিবের জন্মবার।তাই শ্রাবণ মাসের রবি ও সোমবার ভিড় উপচে পড়ে তারকেশ্বরে।তারকেশ্বর বৈদ্যবাটি রোডে পুণ্যার্থীদের ভিড় থাকায় চাঁপাডাঙ্গা হয়ে তারকেশ্বর মন্দিরে আসেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসার খবর আগে থেকেই ছিল বলে মন্দিরে ছিল কড়া সতর্কতা।

প্রসঙ্গত, গত ৮ জুন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। প্রায় সাড়ে চার ঘণ্টা সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে পঙ্কজ কুমার নামে এক উচ্চ পদস্থ ইডি আধিকারিক কলকাতায় এসেছিলেন। গত মাসে সু্প্রিম কোর্টের সবুজ সংকেতের পরই তাঁর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার উপর থেকে সরে বাধা। তার আগে একাধিক বার বিমান বন্দরের অভিবাসন বিভাগের বাধায় বিদেশের বিমানে ওঠার ঠিক আগেই বিমানবন্দর থেকে ফিরতে হয়েছে তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *