Nusrat Jahan : পার্ক স্ট্রিট গণধর্ষণ থেকে ব্যক্তিগত জীবন, ফ্ল্যাটকাণ্ড ফের বোঝাল নুসরত ও বিতর্ক সমার্থক – nusrat jahan tollywood actress many controversy in her personal and professional life


পেশায় অভিনেত্রী, পরে আসেন রাজনীতিতে। তবে পেশাগত হোক বা ব্যক্তিগত জীবন, বারেবারেই তাঁকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন বিতর্ক। নিন্দুকেরা অনেকেই বলেন, তাঁর নামের সঙ্গে বিকর্ত যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে। এবার ফের একবার আলোচনার কেন্দ্রে তিনি। এবার অবশ্য তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। তিনি টলি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি।

কেরিয়ার শুরুর পরেই বিতর্ক

২০১১ সালে ‘শত্রু’ ছবির মধ্যে দিয়ে টলিউডে পা রাখেন নুসরত। কেরিয়ার শুরু কিছুদিনের মধ্যেই রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দেওয়া এক ঘটনায় নাম জড়িয়ে যায় তাঁর। পার্কস্ট্রিট গণধর্ষণকাণ্ডে উঠে আসে নুসরতের নাম। শোনা যায়, ওই মামলায় অন্যতম অভিযুক্ত কাদের খান ছিলেন নুসরতের বয়ফ্রেন্ড। কলেজ জীবনেই কাদেরের সঙ্গে পরিচয় হয় নুসরতের। পরে সম্পর্ক এগোচ্ছিল বিয়ের দিকে। এমনকী ওই ঘটনার পর নুসরতই ‘বয়ফ্রেন্ড’ কাদেরকে পালাতে সাহায্য করেছিলেন বলেও অভিযোগ ওঠে। পরে অবশ্য তাঁদের ‘ব্রেকআপ’-এর খবরও শোনা যায়।

Yash Dasgupta News : ‘ED ডাকবে না…’, নুসরতের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগে মুখ খুললেন যশ
নিখিল বিতর্ক
তারপর কেটে যায় বেশকিছু বছর। এই মাঝের সময়টায় কেরিয়ার বেশ গুছিয়েই নেন নুসরত। ২০১৯ সালে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রাখেন তিনি। ওই বছর লোকসভা নির্বাচনে তাঁকে বসিরহাট কেন্দ্রে থেকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। জিতে দলকে আসনটি উপহারও দেন তিনি। আবার ওই বছরই তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’ও সেরে ফেলেন। তবে তার ঠিক ২ বছর পর হঠাৎই হাওয়া বদল। একদম বিবৃতি দিয়ে সেই বিয়ের কথা অস্বীকার করেন নুসরত। পরে সেই আবার সেই বক্তব্য থেকেও নিজের অবস্থান বদল করেন তিনি। এদিকে আবার এরই মাঝে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সেই সময় সন্তানের পিতৃপরিচয় নিয়ে নুসরত নিজে মুখে কিছু না বললেও, সরকারি নথি অনুযায়ী অভিনেত্রীর ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে অভিনেতা যশ দাশগুপ্ত।

Nussrat Jahan: ‘যা বলা হচ্ছে তা হাফ মেড স্টোরি’, ফ্ল্যাট দুর্নীতি মামলায় নাম জড়ানোয় মুখ খুললেন নুসরত
‘মুখ্যমন্ত্রীর জন্যও এতক্ষণ ব়্যালি করি না’
এই সবের মাঝেই নিজের ক্যামেরার সামনের জগৎ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যান তিনি। যদিও বিরোধীরা অবশ্য বিভিন্ন সময় তাঁর সাংসদ এলাকা অর্থাৎ বসিরহাটের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও সে সব খুব একটা গায়ে মাখেননি নুসরত। বলা ভাল তিনি চলতে থাকেন নিজের স্বকীয় মেজাজেই। একবার তো দলের হয়ে প্রচারে গিয়ে দলীয় প্রার্থীকেই দু’কথা শুনিয়ে দেন তিনি। ২০২১ সালে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন নুসরত। রোদকে উপেক্ষা করেই প্রায় ১ ঘণ্টা হুড খোলা গাড়িতে ব়্যালি করেন অভিনেত্রী। পাশে ছিলেন প্রার্থী নিজেও। শোনা যায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ প্রচার চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল অভিনেত্রী-সাংসদকে। আর তাতেই চটে যান অভিনেত্রী। কার্যত ‘মেজাজ হারিয়ে’ সাফ বলে দেন, ‘মুখ্যমন্ত্রীর জন্যও এতক্ষণ ব়্যালি করি না।’ এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। সেই কথপোকথনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Nusrat Jahan Rudranil Ghosh: ‘সেদিনই গ্রেফতার হওয়া উচিত ছিল…’, নুসরত নিয়ে মুখ খুললেন রুদ্রনীল
আর এবার ফের একবার বিতর্কে নুসরত জাহান। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী সেই টাকা দিয়ে তিনি নিজের ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ। যদিও সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন নুসরত। পালটা তাঁর দাবি, তিনি ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামক একটি সংস্থা থেকে ঋণ নিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন এবং সুদ-সহ সেই টাকা ফেরতও দিয়েছেন। এমনকী সংবাদমাধ্যমের প্রশ্নবাণে ‘মেজাজ হারাতেও’ দেখা যায় নুসরতকে। এদিকে আবার ওই সংস্থার ডিরেক্টর নুসরতের এই বক্তব্যকে খারিজ করে দেন। সেক্ষেত্রে কে ঠিক বলছেন, আর কে ভুল, তা প্রমাণ সাপেক্ষ। তবে সমালোচকদের কেউ কেউ বলেন, এত বিতর্কের পরেও ‘নুসরত আছেন নুসরতেই’। এখন দেখার গ্ল্যামার ওয়ার্ল্ডের ‘লাইম লাইট’ নাকি তদন্তকারীদের ‘সার্চ লাইট’, আগামীদিনে কোনটা অপেক্ষা করছে নুসরতের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *