East Medinipur Road Accident : ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে ঘটি-বালতি নিয়ে হুড়োহুড়ি! ব্যাপারটা কী? – oil tanker full of diesel overturned into ghatal medinipur state highway


দেখার মত দৃশ্য ঘাটাল মেদিনীপুর সড়কের রাজনগরে। ঘটি বাটি বালতি নিয়ে রীতিমতো তাণ্ডব চলছে বাস রাস্তার উপর। মূল্যবান তরল সংগ্রহের নেশার ঘোর লেগেছে যেন! যে তরল খাওয়া হবে, না কি মাখা হবে! অত দেখার দরকার নেই, কে কত সংগ্রহ করতে পারে ঘটি বাটি বালতি হাতে তারই যেন প্রতিযোগিতা চলছে। কিছু প্রতিযোগী আছাড় খাচ্ছেন, আহত হচ্ছেন।

তবুও তাকে জিততেই হবে! পাশের প্রতিযোগীর থেকে বেশি পরিমাণে সংগ্রহ করতে হবে মূল্যবান তরল। পুলিশ বাধা দিলেও প্রতিযোগীরা অনড়! তাঁরা সরছেন না।
জানা যাচ্ছে, আজ বুধবার বেলা প্রায় আড়াইটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার রাজনগরে পথ দুর্ঘটনার কবলে পড়ে এক

Rajasthan News : ট্যাঙ্কার উলটে গড়াল কয়েকশো লিটার সরষের তেল, লুটতে হুমড়ি খেয়ে পড়ল জনতা
গাড়িটি মেদিনীপুরের দিক থেকে বকুলতলার দিকে যাচ্ছিল। দাসপুর থানার রাজনগরে আশ্রমের কাছে যে বাঁক মোড় সেখানেই রাস্তার মধ্যে পালটি খায় ওই তেল বোঝাই ট্যাঙ্কার। জানা যাচ্ছে, ওই তেলের ট্যাঙ্কারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারান চালক। গুরুতর জখম হয়েছেন ওই গাড়ির চালক। তাঁকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

দুর্ঘটনার পরে ঘটি বাটি বালতি কলসি নিয়ে ছুটেছেন গ্রামবাসীরা। যে যেমন ভাবে পারছেন সংগ্রহ করছেন সেই তেল। অন্যদিকে তেলের ট্যাঙ্কারের তেল সারা রাস্তা জুড়ে পড়ে। পা পিছলে পড়ছেন গ্রামবাসীরা, পাশাপাশি পথচারীরাও। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় নামে দাসপুর থানার পুলিশ।

Road Accident : দাসপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কা দোকানে, সাতসকালে মৃত ১
কিন্তু পুলিশকে খুব একটা পাত্তা দেননি তেল সংগ্রহের নেশায় থাকা গ্রামবাসীরা। স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে বলেন, ‘আমি দোকানে ছিলাম। হঠাৎ করে একটি ছেলে এসে খবর দেয় রাস্তায় একটি তেলের ট্যাঙ্কার উলটে গিয়েছে আর সব তেল রাস্তায় পড়ে যাচ্ছে। সেই খবর শুনে দেখতে আসি যে কি হয়েছে। আর এসে দেখলাম ইতিমধ্যেই বালতি নিয়ে পাড়ার মহিলা থেকে শুরু করে বাচ্চা এমনকি যুবকরাও লাইন দিয়েছে। সবাই যে এই ডিজেল নিয়ে কি করবেন, সেটাই আমি ভেবে পাচ্ছি না।’

Hooghly News : রমরমিয়ে চলচ্ছিল নকল তেলের কারবার! কয়েক লাখ টাকার সামগ্রী সহ ধৃত ১
লাইনের মধ্যে থেকে তেল পাওয়া এক যুবককে প্রশ্ন করা হলে তাঁর চোখে মুখে দেখা গেল খুশির ঝিলিক। বললেন, ‘মালবাহী পিক আপ ভ্যান আছে আমার। আজ ঘটনাচক্রে গ্রামেই ছিলাম। খবর পেয়েই ছুটে এলাম। কিছুটা তেল পাওয়া গেল। যদি সম্ভব হয় তাহলে এই তেল রেখে এসে আর একটু নিয়ে যেতে পারি।’ যদিও পুলিশ সূত্রে খবর, ওই তেলের ট্যাঙ্কার সরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *