রাজ্য রাজনীতিতে আবারও চর্চার কেন্দের পূর্ব মেদিনীপুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশকেই কার্যত গুরুত্ব দিলেন না খোদ ঘাসফুলের টিকিটে জেতা প্রার্থীদের একাংশ। রাজ্য নেতৃত্ব প্রধান ও উপপ্রধান ঘোষণা করলেও সেই ঘোষণাকে কার্যত গুরুত্বই দিলেন না জয়ী তৃণমূল সদস্যদের একাংশ। উলটে নির্দল ও বিজেপির জয়ী প্রার্থীদের সমর্থন নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল। জেলার শীর্ষ নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এমনটা ঘটনা বলে দাবি দলের একাংশের।

বুধবার সকালে উওেজনার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের সারদা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন শুরু হয়। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশ থাকলেও, তা অমান্য করেই শুরু হয় ভোটাভোটি। সেখানেই দলীয় নির্দেশ অমান্য করে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়। যার জেরে প্রকাশ্যে আসে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল।

West Bengal Panchayat Election : একজোট বাম-বিজেপি-কংগ্রেস! বেশি আসনে জিতেও পঞ্চায়েত হাতছাড়া TMC-র
জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতে মোট ২১ টি আসন। তার মধ্যে তৃণমূল জেতে ১৩টি আসনে। ৭ টি আসনে জয় পান নির্দল প্রার্থীরা। ১ আসন পায় বিজেপি। ১৩টির মধ্যে একটি আসনের জয়ী তৃণমূল প্রার্থী জাল ওবিসি সার্টিফিকেট দেওয়ার কারণে ভোটাভুটিতে অংশ নিতে পারেননি। এরপর টানটান উত্তেজনার মধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে ভোটাভুটি শুরু হয়।

সূত্রের খবর, প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন মিতা মাইতি ও উপপ্রধান পদে আকবর আলি খান। কিন্তু দেখা যায় দলীয় নির্দেশ ছাড়াই প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ভবানী কর ও উপপ্রধান পদে সমীর পাণ্ডব। তৃণমূলের প্রতীকে জেতা আরও ৩ প্রার্থীও দলের নির্দেশ অমান্য করেন বলে জানা যাচ্ছে। যার জেরে মিতা মাইতি ও আকবর আলি খান ৯ টি ভোট পান। এদিকে বিজেপি ও নির্দল থেকে জেতা প্রার্থীদের সমর্থনে প্রধান নির্বাচিত হন ভবানী কর এবং উপপ্রধান হন সমীর পাণ্ডব।

Panchayat Board : ফের ‘বিক্ষুব্ধ কাঁটা’! নদিয়ায় যৌথভাবে বোর্ড গড়ল তৃণমূল-সিপিএম-বিজেপি
পঞ্চায়েত প্রধান নির্বাচিত হওয়ার পর ভবানী কর বলেন, ‘জনগণের সেবা করাই মূল লক্ষ্য। জনগণের আশীর্বাদের কারণে আমি প্রধান হয়েছি।’ অন্যদিকে, মিতা মাইতি বলেন, ‘মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশক্রমে দলের প্রার্থী হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে জিতে এসেছিলাম। আমরা ৯ জন একসঙ্গে রয়েছি। আমরা কোনও দুঃখ করছি না।’

Trinamool Congress : বোর্ড গঠনের আগে ফের দলবদলের পালা, তৃণমূলে যোগ বনগাঁর নির্দল জয়ী প্রার্থীর
কাঁথি দেশপ্রাণ ব্লকের তৃণমূল সভাপতি রাজকুমার শিট বলেন, ‘খুবই বেদনাদায়ক, সারদা গ্রাম পঞ্চায়েতের ঘটনা ঘটেছে দলের শৃঙ্খলাভঙ্গ ও রাজ্যের হুইপ অমান্য করে। ১৩ জনের মধ্যে একজন ভোটদান থেকে বিরত থাকেন। সেখানে তিনজন দলের হুইপকে অমান্য করে বিজেপির একজন ও সাতজন নির্দলের সহযোগিতা নিয়ে বোর্ড গঠন করল।’ এদিকে এভাবে গ্রাম পঞ্চায়েতে গঠনের ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে সিপিএম। শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের পরিপূরক বলেই অভিযোগ তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *