Chiranjeet Chakraborty : ‘মিডিয়ায় থাকতে গেলে অনেক কিছুই বলতে হয়’, মদনকে খোঁচা চিরঞ্জিতের – tmc mla chiranjit chakraborty criticises madan mitra at barasat


সতীর্থ বিধায়ক মদন মিত্রকে এবার হালকা চালে খোঁচা দিলেন তারকা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বিভিন্ন সময়ে মদন মিত্রর নানান মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘মিডিয়ায় থাকতে গেলে অনেক কিছুই বলতে হয়। একজন যদি মিডিয়াতে তাঁর জায়গা চায়, তাহলে অনেক কিছুই বলতে হয়। কিন্তু মদন কালারফুল ব্যক্তি, দারুনভাবে থাকেন। আই লাভ মদন।’

এছাড়াও সর্বভারতীয় বিরোধী ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। এদিন বারাসতে একটি কালীপুজো কমিটির খুঁটি পুজো উদ্বোধনে এসে তারকা বিধায়ক বলেন, ‘ইন্ডিয়া জোট বড় জনপ্রিয়তা পাচ্ছে। রাহুল গান্ধী আবার সংসদে ফিরে এসেছেন। এটা একটা বড় বিষয়। এটি নিঃসন্দেহে বাড়তি শক্তি জোগাবে এই জোটকে।’

Mamata Banerjee Speech: ‘কালো চশমা পরে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন…’, রাজ্যপাল বোসকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
তাহলে কি জোটের নেতৃত্বে রাহুলই আসছেন? এই প্রশ্নের উত্তরে চিরঞ্জিত বলেন, ‘সেটা কমিটি একসঙ্গে বসে ঠিক করবে। দুম করে বলে দিলেই তো হল না যে ইনি নেতৃত্ব দেবেন নাকি উনি। সেটা করতে এখনও দেরি আছে।’ এদিন তিনি কিছুটা কটাক্ষ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

বলেন, ‘রাজ্যপালকে নিয়ে আমি যা যা বলেছিলাম। সব মিলে গিয়েছে। এই রাজ্যপাল আগের রাজ্যপালকেও ছাড়িয়ে গিয়েছেন। দেখা যাক ইনি এবার কোনও পোস্ট পান কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন ভোটে দাঁড়িয়ে এবার আমাদের সঙ্গে লড়াই করুন।’

TMC Actor Dev : ‘…খারাপ লাগে’, একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্ফোরক দেব
উল্লেখ্য, কালীপুজোর এখনও মাস তিনেক বাকি। কিন্তু তার আগেই খুঁটি পুজোর সূচনা করে দীপাবলি উৎসবের দামামা বাজিয়ে দিল বারাসতের ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন ‘আমরা সবাই’। শুক্রবার দুপুরে এই খুঁটি পুজোর উদ্বোধনই করতে আসেন তৃণমূলের তারকা বিধায়ক।

বলেন, ‘আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। তাই আমিই এলাম উদ্বোধন করতে। তিন মাস আগেই করা হল কারণ যে থিম নিয়ে কাজ করা হবে এবার, সেটা শেষ করতে প্রায় মাস তিনেকই লাগবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, ক্লাবের সভাপতি তথা পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিক সহ আরও বহু বিশিষ্টজনেরা।

INDIA Alliance : ‘RSS-র দুর্গা!’ মমতাকে তোপ কংগ্রেসের, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বামেদের সুজনও
ধর্মীয় রীতি মেনে এদিন অনুষ্ঠিত হয় এই খুঁটি পুজো। উদ্বোধনের পর এই ক্লাবের পুজোর সুনাম নিয়ে প্রশংসার সুর শোনা যায় খোদ তৃণমূলের তারকা বিধায়কের গলাতে। প্রসঙ্গত, প্রতিবছর দীপাবলি উৎসবে চমকপ্রদ থিম উপহার দিয়ে দর্শনার্থীদের মন কাড়ে বারাসতের ঐতিহ্যবাহী এই ক্লাব।

সপ্তম বর্ষেও নতুন থিম উপহার দিতে মুখিয়ে রয়েছে ‘আমরা সবাই’ ক্লাব। তার আভাসও মিলেছে ক্লাবের সভাপতি অরুণ ভৌমিকের কথাতে। তিনি বলেন, ‘প্রতিবছরই আমরা নতুন নতুন থিম উপহার দিয়ে থাকি দর্শনার্থীদের সামনে। এই বছরও সেরকমই কিছু চিন্তাভাবনা রয়েছে আমাদের। মূল মন্দির ছাড়াও বিভিন্ন শিল্প স্থাপত্য ফুটিয়ে তোলা হবে প্যান্ডেলে। যা আকর্ষণ করবে দর্শনার্থীদের।’

WB Panchayat Election 2023 : ৭ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নয়া মুখ, ‘নবজোয়ার’-এর ঢেউয়ে ভাসছে হাওড়া!
তবে, থিমের বিষয় এখনই ক্লাব সভাপতি খোলসা করে কিছু না বললেও গতানুগতিকতা বাদ দিয়ে নতুন কিছু দর্শনার্থীরা এই বছর দেখতে পাবেন বলে জানিয়েছেন অরুণ ভৌমিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *