Kolkata Traffic Update : সকাল থেকেই ব্যাপক বৃষ্টি, কলকাতার রাস্তাঘাটের হালহকিকত কেমন? – kolkata traffic police giving kolkata traffic update on today 12 august 2023


শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার, সঙ্গে বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। পরিস্থিতি যাঁরা বিভিন্ন কাজে বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছেন, তাঁদের ক্ষেত্রে থাকছে যানজটের আশঙ্কা। কারণ বর্ষাকালে কলকাতার বিভিন্ন রাস্তায় মাঝেমধ্যেই ট্রাফিকের গতি শ্লথ হয়ে যাওয়ার খবর আসে। এছাড়া শহর কলকাতায় রাস্তায় মিটিং মিছিলও প্রায় নিত্যদিনের ঘটনা। সেই জায়গা থেকেও, তৈরি হতে পারে যানজট। এই পরিস্থিতিতে আজ শনিবার শহর কলকাতার রাস্তাঘাটের পরিস্থিতি কেমন থাকবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন রয়েছে মানুষের মনে।

এই প্রসঙ্গে লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, এখনও পর্যন্ত শহর কলকাতার যান চলাচল স্বাভাবিকই রয়েছে। ইতিমধ্যেই শহরে একটি মিছিল হয়ে গিয়েছে। আরও একটি মিছিল রয়েছে। দুপুর ১২টা নাগার সেই মিছিলটি শুরু হবে শিয়ালদা অঞ্চল থেকে। মিছিলে অংশ পারেন দেড়শ থেকে দুশো মানুষ। সেক্ষেত্রে খুব বেশি যানজটের আশঙ্কা থাকছে না বলেই জানা যাচ্ছে। এছাড়া সারাদিনে আর তেমন কোনও মিটিং মিছিলের খবর নেই।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রয়েছে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গজুড়ে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের ব্যাপক সতর্কতা। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে গোরক্ষপুর দ্বারভাঙা থেকে বালুঘাট হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এছাড়া একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে বিহার এবং উত্তরপ্রদেশের উপর। পাশাপাশি বিহারের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। আর এর জন্যই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বাড়ছে বৃষ্টি। আর বৃষ্টি বাড়লেই শহরে থাকে যানজটের আশঙ্কা। এই বিষয়ে লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, ভারী বৃষ্টি না হলে যানজটের তেমন কোনও আশঙ্কা নেই।

প্রসঙ্গত, কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে সবসময় সতর্ক ট্রাফিক পুলিশ। একইসঙ্গে রাস্তায় যে কোনও ধরণের দুর্ঘটনা এড়াতে, সবসময়ই ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন ট্রাফিক পুলিশ কর্মীরা। বিশেষত বাইক বা স্কুটার চালকদের ক্ষেত্রে হেলমেট পরা এবং গাড়ি চালকদের ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে সবসময় গতি নিয়ন্ত্রিত রেখেই গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয় চালকদের। পাশাপাশি কোনও সময়ই মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর পরামর্শও দেয় ট্রাফিক পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *