Arijit Singh News : দণ্ডি কেটে মন্দিরে পুজো, প্রসাদি ফুল নিয়ে অরিজিতের বাড়ির পথে নদিয়ার ভক্ত মণীন্দ্র – arijit singh fan from nadia manindra debnath warship in 3 shiv temple for his wellbeing


টাকা দিয়ে অরিজিৎ সিংয়ের শো দেখার সামর্থ্য তাঁর নেই। কিন্তু, দিন রাত এই গায়কের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে চলেন নবদ্বীপের মণীন্দ্র দেবনাথ। পেশায় তিনি ফুল বিক্রেতা। অতি দরিদ্র পরিবারের সন্তান। সংসারে প্রাচুর্যের ছোঁয়া না থাকলেও ভালোবাসায় মাখামাখি দেবনাথ পরিবার। নেপথ্যে ‘অরিজিৎ টনিক’।

তিনি বরাবর অরিজিৎ সিংয়ের ভক্ত। এই গায়ক গলা ছেড়ে গান গাইলে মণীন্দ্রর সংসার থমকে যায়। মোহিত হয়ে যান তিনি। সেই অরিজিৎ সিংয়ের মঙ্গল কামনায় তিন শিবধামে দণ্ডি কাটলেন মণীন্দ্র। পাশাপাশি পুজোর প্রসাদ নিয়ে রওনা দিলেন অরিজিৎ সিংয়ের মুর্শিদাবাদের বাড়ি জিয়াগঞ্জের দিকে। সাইকেলে করে তিনি রওনা দিয়েছেন। আশা একবার ‘ভগবানের দর্শন’।

Arijit Singh Wife : স্ত্রী-র সঙ্গে আদুরে মুহূর্ত ভাইরাল, অরিজিৎ-কোয়েলের লাভ স্টোরি সত্যিই ম্যাজিক্যাল!
নদিয়ার নবদ্বীপের নন্দীপাড়া এলাকায় বাসিন্দা মণীন্দ্র। নবদ্বীপ চারিচারা বাজারের একটি জায়গায় ফুল বিক্রি করেন তিনি। তবে ফুল ব্যবসায়ী হিসেবে তাঁর বিশেষ পরিচিতি না থাকলেও পাড়া-প্রতিবেশী সকলেই এক ডাকে তাঁকে চেনেন অরিজিতের ভক্ত হিসেবে। ছোট থেকেই গায়ক অরিজিৎ সিংয়ের ভক্ত তিনি। অর্থের জন্য অরিজিৎ সিংয়ের কোনও শোয়ের টিকিট কেটে দেখতে পারেননি তিনি।

তবে তাঁর জীবনে এই মুহূর্তে একটি মাত্র স্বপ্ন, অরিজিৎ সিংয়ের সাক্ষাৎ পাওয়া। গায়কের মঙ্গল কামনায় শ্রাবণ মাসে ত্রি শৈব তীর্থের আশীর্বাদ নিয়ে সাইকেলে করে তিনি রওনা দিয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। যেখানে রয়েছে তার স্বপ্নের গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি। স্বপ্ন একবার প্রিয় গায়কের সাক্ষাৎ।

Arijit Singh Song : বারিষের কথা, রণজয়ের সুর! কোন গানে ফের হৃদয় হরণ অরিজিতের?
সাইকেলে করে হুগলির তারকেশ্বর, পূর্ব বর্ধমানের জামালপুর এবং নদিয়ার শিব নিবাস মন্দিরে পুজো দিয়ে দণ্ডি কেটেছেন তিনি। আর পুজোর প্রসাদ নিয়ে তিনি রওনা দিয়েছেন গায়কের বাড়ির দিকে।

Arijit Singh : ব্যাগ নিয়ে স্কুটার চালিয়ে কোথায় চললেন অরিজিৎ?

Chaleya teaser: ‘আবারও মনজয়…’, আগুনের ভিতর শাহরুখ-নয়নতারা, এক ঝলকেই উত্তাল নেটদুনিয়া
তাঁর এই এই অদম্য উৎসাহ দেখে পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় এলাকার ক্লাব। জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। এলাকাবাসীর প্রার্থনা, একবার অন্তত অরিজিৎ সিংয়ের সাক্ষাৎ পাওয়ার স্বপ্ন সফল হোক মণীন্দ্রর।

এদিকে যাঁকে নিয়ে এত আলোচনা কী বলছেন সেই ভক্ত মণীন্দ্র। তিনি বলেন, “আমি অরিজিৎ সিংয়ের গান শুনতে অত্যন্ত পছন্দ করি। তাঁর অন্ধ ভক্ত। গায়কের মঙ্গল কামনায় আমি পুজো দিয়েছি। খুব আশা এই পুজোর প্রসাদ তাঁর কাছে পৌঁছে দেওয়ার। সেই জন্যই সাইকেলে তাঁর বাড়ির দিকে রওনা দিচ্ছি। তিন থেকে চার দিন সময় লাগবে। অরিজিৎ সিং এবং তাঁর পরিবার ভালো থাকুক এই কামনা করছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *